নতুন চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচক হলেন লিপু

Date: 2024-02-13
news-banner
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন। সাবেক এই অধিনায়ককে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন প্রধান নির্বাচক হিসেবে তার নাম ঘোষণা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। 

প্রধান নির্বাচক হওয়ার প্রতিক্রিয়ায় গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমার জন্য সম্পূর্ণ নতুন একটা ভূমিকা। এর আগেও প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছিলাম; কিন্তু ব্যক্তিগত কারণে প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। এবার যখন বিসিবি থেকে প্রস্তাব পেলাম, মনে হলো নতুন কিছু করার সুযোগ। প্রস্তাবটা গ্রহণ করি।’

তিনি আরও বলেন, সব দায়িত্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। এখানেও থাকবে স্বাভাবিক। তবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মধ্যেই আনন্দ বেশি থাকে। আশা করি, যারা আমার সঙ্গে কাজ করবেন, তাদের সঙ্গে আমি ভালোভাবেই আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারব।’

image

Leave Your Comments