অলিম্পিক গেইম ২০২৪ এর মশাল র‍্যালিতে বাংলাদেশি বংশোদ্ভূত রাহাত

Date: 2024-05-31
news-banner

নিউজ ডেস্ক: ফ্রান্সে ১০০ বছর পর আবারও দরজায় কড়া নাড়ছে ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বৃহৎ আসর অলিম্পিক গেইম প্যারিস ২০২৪ এর আগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক গেমস আয়োজন করে প্যারিস। তারই ধারাবাহিকতায় ফ্রান্সের বিভিন্ন শহরে চলছে প্যারিস অলিম্পিক গেমসের মশাল র‍্যালি।

গতকাল বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) ফ্রান্সের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং উত্তর-পশ্চিম অঞ্চল নরম্যান্ডি প্রদেশের কন শহরে এসে পৌঁছায় এই মশাল র‍্যালিটি। এই র‍্যালিতে অংশ নেন এক বাংলাদেশি বংশোদ্ভূত রাহাত আহমেদ রাফি। তিনি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট থানায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক গেইম প্যারিস ২০২৪ এর "ন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যাসিস্ট্যান্ট" পদে দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে ফ্রান্সের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্সে অধ্যয়নরত।

এর আগে তিনি ২০২৩ সালে জার্মানিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেইম বার্লিন ২০২৩ এর অফিশিয়াল মশাল বহন করেছিলেন এবং সেই ইভেন্টে ডেলিগেশন সার্ভিস ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৮ মে একটি জাহাজে চড়ে ফ্রান্সের দক্ষিণের বন্দর শহর মার্সেইতে অবতরণ করেছিল গ্রীষ্মকালীন অলিম্পিক গেইম প্যারিস ২০২৪ এর অফিশিয়াল মশাল যা গ্রিস থেকে নৌ পথে যাত্রা করেছিল। প্রায় ১১ হাজার ফরাসি ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ী খেলোয়াড় এবং অলিম্পিকের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের হাতে হাতে এই মশাল ঘুরবে ২৬ জুলাই পর্যন্ত এবং আগামী ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্বলিত করে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্যারিস ২০২৪ অলিম্পিক গেইম। যদিও খেলা শুরু হয়ে যাবে তারও দু-দিন আগে। ২৪ জুলাই ফুটবল, রাগবি সেভেন, হ্যান্ডবল ও আরচারির নানা ইভেন্ট শুরু হবে। প্যারিস অলিম্পিক গেমস চলবে ১১ আগস্ট পর্যন্ত।

এবার অলিম্পিকে বেশির ভাগ খেলাই হবে প্যারিস প্রাণকেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে ভিন্নতা। প্যারিসের সিন নদীর তীরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলিটরা নৌকায় চড়ে সিন নদীতে ঘুরবেন। অলিম্পিক ইতিহাসে এ প্রথম মূল স্টেডিয়ামের বাইরে নেয়া হলো উদ্বোধনী অনুষ্ঠান।

একনজরে প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিক:

* ৩২৯ ইভেন্টে অংশ নেবেন ১০ হাজার ৫০০ অ্যাথলিট

* অলিম্পিকে অংশ নেবেন ২০৬টি দেশের অ্যাথলিটরা।

* প্যারিস অলিম্পিকে মোট দেড় কোটি দর্শনার্থীর প্রত্যাশা আয়োজকদের।

image

Leave Your Comments