অনেক দেশ অনেক আগে থেকেই চাইছে করোনার (COVID-19) উৎস নিয়ে সঠিক তদন্ত হোক। এই মারণ ভাইরাসের উৎস কি প্রাকৃতিকভাবে সৃষ্টি নাকি ইউহানের ল্যাবরেটারি থেকেই সৃষ্টি হয়েছে, এই সত্যি প্রকাশ্যে আনা দরকার। চিনের বিরুদ্ধে তদন্তের এই দাবি বহুদিন ধরেই উঠছিল। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নানা অজুহাতে তা আটকে দিচ্ছিল বারবার । কিন্তু এবার আর নয়। চাপ বাড়ার ফলে একপ্রকার বাধ্য হয়েই চিনে করোনার আঁতুড়ঘর ইউহানে আন্তর্জাতিক প্রতিনিধিদল পাঠাতে রাজি হয়েছে WHO। এই দলে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন। এবং ইউহানে বিভিন্ন ধরনের গবেষণা করে করোনার উৎপত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।
বিশ্বে বর্তমান পরিস্থিতি জন্য দায়ী এই নভেল করোনা ভাইরাস যার উৎসস্থল চিনের ইউহান (Wuhan) প্রদেশে। এখান থেকেই রোগের থাবা গ্রাস করেছে বিশ্বের প্রতিটি দেশকে, মৃত্যুমিছিল ঘুম কেড়েছে চিকিৎসকদের।২০১৯ সালের ডিসেম্বরে অচেনা জ্বরে আক্রান্ত হন চিনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান শহরের বেশ কয়েকজন বাসিন্দা। তারপরই প্রকাশ্যে আসে করোনা ভাইরাসের কথা। বর্তমানে গোটা বিশ্ব কাঁপছে কোভিড-১৯-এর ভয়ে। আমেরিকা অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে, এই ভাইরাস মনুষ্যসৃষ্ট। এবং ইউহানের বাজার থেকে প্রাকৃতিক উপায় সৃষ্টি হয়নি। বরং, ল্যাবরেটারিতে কৃত্রিমভাবে এটিকে তৈরি করা হয়েছে। প্রমাণ অন্তত ছ’মাস ধরেই। করোনার (CoronaVirus) উৎস ইউহানের গবেষণাগার, এই তত্ত্ব প্রমাণ করতে মরিয়া আমেরিকা ।২০১৮’য় চিনের দূতাবাস কর্তাদের সঙ্গে বিদেশ দপ্তরের আলোচনার একটি অভ্যন্তরীণ ও গোপন তথ্য প্রকাশ্যে এনেছে আমেরিকা ইতিমধ্যেই।
চাপে পড়ে ইউহানে গবেষক দল পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল WHO। তবে সেটা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব প্রতিনিধিদল।ফলে সেরকম কিছু সাড়া মেলেনি। তবে এবার একটি আন্তর্জাতিক দল পাঠাতেও রাজি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO’র জরুরি অবস্থার দায়িত্বে থাকা আধিকারিক মাইক রায়ান বলছিলেন, এই মুহূর্তে একটি আন্তর্জাতিক দল গঠন করা হচ্ছে। বিশ্বের বহু দেশ চিনে গিয়ে গবেষণা করতে রাজি হয়েছে। খুব শীঘ্রই এই দলটি ইউহানে গিয়ে কাজ করবে। আশা করা যায় চিনের আধিকারিকরা আমাদের এই প্রতিনিধিদলের সঙ্গে সহযোগিতা করবে। এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার তথ্য দিয়ে আমাদের এই ভাইরাসটির উৎপত্তির কারণ বুঝতে সাহায্য করবে।