20.8 C
Kolkata
Sunday, January 24, 2021
Home আবহাওয়া মঙ্গল ও বুধবার প্রবল বৃষ্টিতে ভাসবে‌ দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ !

মঙ্গল ও বুধবার প্রবল বৃষ্টিতে ভাসবে‌ দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ !

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবার এক নিম্নচাপ। এর ফলে পূর্ব ও মধ্য ভারতে রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওড়িশাতে অতি ভারী বৃষ্টি।মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।

ঝাড়খন্ডেও প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা ডালটনগঞ্জ কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হব্র রবিবার। দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।

সোমবার ভারী বৃষ্টি হবে সেই জেলা গুলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়, হুগলি ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ।মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সর্তকতা পুরুলিয়া বাঁকুড়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে, কলকাতা দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূমে। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। 

বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের মঙ্গল ও বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । আগামী  ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত রাজস্থান ও গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা।

Most Popular

TODAY'S TOP NEWS