চার বছর আগে বিবেকানন্দ উড়ালপুল অর্থাৎ পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার মর্মান্তিক স্মৃতি এখনো কারও ভুলে যাওয়ার কথা নয়। দুর্ঘটনার ৪ বছর পর অবশেষে বিবেকানন্দ উড়ালপুল ভেঙে রেপেয়ারিং করার সিদ্ধান্ত নিন রাজ্য সরকার । বৃহস্পতিবার নবান্নে এক আলোচনার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
সেতু বিশেষজ্ঞ জি কে রায়নার কে দায়িত্ব দেওয়া হয়েছে এক মাসের মধ্যে ব্রিজের সমস্ত রিপোর্ট রাজ্য সরকারকে জানাতে হবে। সেতুর কতটা অংশ ভাঙতে হবে পুরোটা নাকি অর্ধেক, নাকি এক চতুর্থাংশ, সিদ্ধান্ত ভার দেওয়া হয়েছে সেতু বিশেষজ্ঞ জি কে রায়নারের কমিটি উপর। এছাড়া নতুন করে অ্যালাইনমেন্ট বদলও করা যেতে পারে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, পূর্ত সচিব, পুর সচিব ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা।
দীর্ঘদিন ধরেই বিবেকানন্দ উড়ালপুল কাজ নিয়ে চিন্তায় ছিলেন রাজ্য। খড়গপুর আইআইটি-সহ অন্যন্য অনেক সেতু বিশেষজ্ঞদের তারা কেউই ব্রিজ এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারকে জানাতে পারেনি। মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম আলোচনায় হয়েছিল অতীতে। অবশেষে ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্তই নিল রাজ্য।