19.5 C
Kolkata
Tuesday, January 19, 2021
Home খবর Google-এ সবচেয়ে বেশি কোন ক্রিকেটার কে 'সার্চড' করা হয়েছে , জেনে নিন

Google-এ সবচেয়ে বেশি কোন ক্রিকেটার কে ‘সার্চড’ করা হয়েছে , জেনে নিন

সচিন তেন্ডুলকর,রোহিত শর্মা, এমএস ধোনিকে পিছনে ফেলে দিলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গত ছয় মাসের রেকর্ড অনুযায়ী গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। বিশ্বের সর্বাধিক ‘সার্চড’ ক্রিকেটারের প্রাধান্য পেয়েছেন কিং কোহলি।

এসইএমরাশ-স্টাডির পরিসংখ্যানের বিচারে প্রতি মাসে ১৬.২ লক্ষ বার খোঁজা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসেব তারা প্রকাশ করেছে। সেই হিসেব করলে ৯৬ লক্ষ বারের বেশি খোঁজা হয়েছে বিরাট কোহলিকে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা যাকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে গড়ে গুগলে ৯.৭ লক্ষবার খোঁজা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। প্রতি মাসে গড়ে ৯.৪ লক্ষ বার খোঁজা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।

Most Popular

TODAY'S TOP NEWS