20 C
Kolkata
Saturday, January 16, 2021
Home অফবিট সাপের এই যৌনসঙ্গমে প্রেম নাকি তীব্র আক্রোশ? ভাইরাল ভিডিও(viral-video)

সাপের এই যৌনসঙ্গমে প্রেম নাকি তীব্র আক্রোশ? ভাইরাল ভিডিও(viral-video)

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:পছন্দসই নারীর অধিকার নিয়ে দুই পুরুষের মধ্যে যুদ্ধ খুনা খুনি এমন খবর মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে। প্রাণিজগৎও এরকম ঘটনা সামনে আসে। প্রজননের স্বার্থে, সঙ্গিনীর অধিকার পাওয়ার জন্য দুই পুরুষপক্ষ পরস্পরকে যুদ্ধ করতে দেখা গিয়েছে। যেমন সিংহদের দলে দুই প্রাপ্তবয়স্ক পুরুষের উপস্থিতি দেখা যায় না! কখনও কখনও সাপের ক্ষেত্রেও এই ঘটনা চোখে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ঘটনা ভাইরাল হচ্ছে।

জানা গিয়েছে যে ঘটনাটি অস্ট্রেলিয়ান ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি নিজেদের ফেসবুক (Facebook) পেজে ভিডিও আপলোড করেছে। ভিডিওটি তুলেছেন অস্ট্রেলিয়ান ওয়াইল্ডলাইফ কনজারভেন্সির ইকোলজিস্ট টালি ময়েল। ময়েল জানান যে অস্ট্রেলিয়ার দুটি বড়ো মলগা সাপ সঙ্গিনীর অধিকার পাওয়ার জন্য পরস্পরের মধ্যে ধুন্ধুমার লড়াই করে চলছে ! মলগা সাপ এখানে প্রচুর দেখা যায় এই কারনে তাদের মধ্যে সঙ্গিনীর অভাব হওয়ার কথা নয়।তাই তিনি এই ঘটনাটিকে অস্বাভাবিক বলে ব্যাখ্যা দিয়েছেন।

ইতিমধ্যে ময়েলের তোলা ওই ভিডিও facebook এ ভাইরাল হয়েগেছে । ভিডিওটি দেখা যাচ্ছে দুই সাপ পরস্পরকে জড়িয়ে ধরে মাটিতে আছাড় খাচ্ছে, ফণা দিয়ে পরস্পরকে আঘাত করার চেষ্টা করে চলেছে। যা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে!

Most Popular

TODAY'S TOP NEWS