সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় দিনে দিনে উঠে আসছে নানান চাঞ্চল্যকর তথ্য। এবার উঠে এসেছে আর এক চাঞ্চল্যকর তথ্য সুশান্তের মৃত্যু রহস্য নাকি ফোনেই মধ্যে লুকিয়ে আছে।
মুম্বই পুলিস সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর দিন থেকে তদন্ত শুরু করে দিইয়েছিল।সুশান্তের মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৩ জুন রাতে দুটি নম্বরে একাধিক বার ফোন করে সুশান্ত। এই দুটি ফোন নম্বর হল মহেশ শেঠি ও রিয়া চক্রবর্তীর। মুম্বই পুলিস আরও জানা যায়, ১৩ জুন রাতে সুশান্তের ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন এসেছিল। এই দুটি তথ্যের ভিত্তিতেই উঠে আসছে একাধিক প্রশ্ন…
- সাধারণত যেকেউ সমস্যায় পড়লে তার কাছের জনকেই ফোন করেন। প্রশ্ন উঠছে ঠিক কী এমন ঘটেছিল যে কারণে রিয়া ও মহেশ শেঠিকে একাধিকবার ফোন করেছিলেন সুশান্ত?
- ১৩ জুন রাতে সুশান্তের ফোনে যে অজানা নম্বর থেকে ফোন এসেছিল তার কারণেই কি সুশান্ত অস্থির হয়ে উঠেছিলেন? সেটা কার ফোন ছিল?সেই তথ্য কি মুম্বই পুলিস সুশান্তের কল রেকর্ড থেকে জেনেছে?
- ইতিমধ্যেই কি সেই তথ্য CBI-এর হাতে তুলেও দেওয়া হয়েছে?
- যদি তুলে দেওয়া হয়ে থাকে, তাহলে হয়তবা CBI সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে সেই তথ্য প্রকাশ্যে আনার জন্য।