16 C
Kolkata
Friday, January 22, 2021
Home খবর শুশুনিয়া পাহাড়ে আগুন, মাঝরাতে আগুন ছড়ালো পাহাড় জুড়ে।

শুশুনিয়া পাহাড়ে আগুন, মাঝরাতে আগুন ছড়ালো পাহাড় জুড়ে।

শুশুনিয়া পাহাড়ে এখনও জ্বলছে আগুন। গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে গেছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।পাহাড় জুড়ে আগুনের রোশনাই দেখতে গ্রামের মানুষ পাহাড়ের পাদদেশে ভীড় জমিয়েছেন। আজ দুপুরের দিকে পাহাড়ের শুকনো পাতায় আগুন লাগে বলে আনুমান করা হচ্ছে। বিকেল দিকে পাহাড় থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন ঘটনা টের পান। খবর দেওয়া হয় দমকলে। দমকল বিকেলে আগুন নিয়ন্ত্রণে এনে ফিরে আসে। কিন্তু সন্ধ্যে থেকে মরা আগুনের ছাই বাতাসে ফের জ্বলে ওঠে। রাতে তা ভয়াবহ আকার নেয়। পুরো পাহাড় দূর থেকে দেখে মনে হচ্ছে যেন আগ্নেয় গিরি।

এলাকায় আগুন ছড়ানোর আতঙ্কও তৈরী হয়েছে। কারণ বাতাসে উড়ছে আগুনের ফুলকি। যা ছড়িয়ে পাহাড় সংলগ্ন গ্রাম গুলির খড়ের ছাউনিতে আগুন ধরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। মধ্যরাতে পাহাড়ে ছড়িয়ে পড়ছে আগুন। আর্ত চিৎকার শোনা যাচ্ছে শেয়াল,বুনো শূয়োর,বুনো খরগোশের বলেও জানাচ্ছেন গ্রামের মানুষ। সারা রাতের এ-ই আগুনে গাছ,গাছালীর পাশাপাশি অনেক পশু মারা পড়বে বলে মনে করা হচ্ছে।

সুর্য ওঠার সাথে,সাথে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির পাহাড় ও প্রকৃতি প্রেমী সদস্যরা দল বেঁধে পাহাড়ের চুড়ায় উঠে ধিকি,ধিকি করে জ্বলতে থাকা আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। পাশাপাশি, আগুন নেভানোর কাজ করে শুশুনিয়া জঙ্গল কমিটির লোকজনও। তবে সকালে দমকল বা সিভিল ডিফেন্স টীম এমন কোনো সরকারী দল কে চোখে পড়েনি। আগুনের আঁচে যেমন অনেক জীব জন্তুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তেমনি ভাগুনের তাপে আহত সাপও বাঁচার আর্তি জানাচ্ছে মানুষের কাছে। প্রকৃতিপ্রেমী যুবরা জল ঢেলে ঝলসে যাওয়া সাপ,কাঠবেড়ালি, বন বিড়ালদের বাঁচানোর চেষ্টা করছেন।

হয়তো আমাদের মতোই কোনো মানুষের ভুলে বা দোষেই পাহাড়ের শুকনো পাতায় আগুন লাগায় এতবড় অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। যার জেরে বিপন্ন আমাদের প্রিয় পাহাড় শুশুনিয়া। আজ, অসহায় এই পাহাডের প্রাণীকুল। বিপন্ন পাহাড়ের প্রকৃতিও। তাই সবার কাছে অনুরোধ এই ভাবে পাহাড়,বা বনে আগুন লাগানোর ঘটনা এড়াতে সবাই সতর্ক থাকুন। এই কাজে যুক্ত অপরাধীদের চিহ্নিত করুন। আর আগুন লাগার ঘটনা চোখে পড়লেই স্থানীয় থানা,বন দপ্তর বা দমকলে খবর দিন। তাতেও সাড়া না পেলে খবর দিতে পারেন আমাদেরও। আসুন সবাই এইভাবে আগুনেত হাত থেকে প্রকৃতিকে বাঁচানোর অঙ্গীকার করি আমরা সবাই।

Most Popular

TODAY'S TOP NEWS