23 C
Kolkata
Saturday, January 16, 2021
Home খবর কাঁধে কলসি, হাতে থালা ! ফুচকা স্টলের সামনে সানি লিওনের(Sunny Leone) তুমুল...

কাঁধে কলসি, হাতে থালা ! ফুচকা স্টলের সামনে সানি লিওনের(Sunny Leone) তুমুল ভাইরাল নাচের ভিডিও

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সানি লিওনকে(Sunny Leone) আগামী দিনে অনামিকা (Anamika) বলে এক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে ।পরিচালক বিক্রম ভাটের (Vikram Bhatt) নির্দেশনায় এই ওয়েব সিরিজের কাজ গত মাস থেকে শুরু হয়েছে। মনে হিচ্ছে বিক্রম ভাটের (Vikram Bhatt) সঙ্গে কাজ করে বেশ মজা পাচ্ছেন তিনি। ভট্টের সাথে ‘অনামিকা’ শিরোনামের ওয়েব সিরিজের শুটিংয়ে গিয়ে সানি একটি ভিডিও ক্লিপ শ্যুট করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মজাদার নেপথ্য কাহিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। বেশ অনেক দিন পর আবার সানিকে শুটিং এ ফিরতে দেখাগেল তবে ভিডিওতে সানিকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল ।এই ভিডিও ক্লিপে বোঝা যাচ্ছে তিনি সেটে কলাকুশলীদের মন ভালো করার জন্য আচমকাই নাচতে শুরু করেন।

সানিকে হটাৎ ফুচকার স্টলের সামনেই নাচতে দেখা যায়। তিনি জলপাই-রঙের জাম্পস্যুট পরিহিত ছিলেন এবং শ্যুটিং স্পটে থাকলেও সানির মুখে প্রসাধন সামগ্রী খুবই সামান্য ছিল। এক হাতে একটি স্টিলের থালা এবং কাঁধে কলসি নিয়ে লাস্যময়ী ভঙ্গীতে নাচতে দেখা যায়। এই ভিডিওর নিচে সানি লিখেছেন মস্তি অন সেটস। এটা দেখে বোঝা যায় অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে ফাঁকে হাসি-ঠাট্টায় মেতেছেন।

Most Popular

TODAY'S TOP NEWS