ভারতের অন্যতম মহান সাধু, রামানুজাচার্য ((Vaishnavaite Saint Bhagavad Ramanuja) 1000 বছর জন্মবার্ষিকী উপলক্ষে এই মন্দির তৈরির কাজ চলছে। তাঁর স্মরণে হায়দরাবাদের শ্রীরাম নগর জীব আশ্রমের কাছে একটি 216 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে। এটি স্ট্যাচু অফ ইক্যুয়ালিটির(Statue of Equality) নামকরণ করা হয়েছে। এটি অষ্টধাতুর মিশ্রণ থেকে তৈরি।
রামানুজাচার্য এর মূর্তিতে 120 কেজি সোনা থাকছে ।মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা।৩৪ একর জমির উপর হায়দরাবাদে রামানুচার্যের এই মন্দির নির্মাণে যার মোট ব্যয় এক হাজার কোটি টাকারও বেশি। চিনের (China) একটি সংস্থা এই মূর্তি নির্মাণে সাহায্য করছে।
একাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন রামানুজাচার্য। ভারতীয় সমাজে বিরাট পরিবর্তন এনেছিলেন। আসলে সেই সময়ে সমাজে জাতপাতের ভেদাভেদ অনেক বেশি ছিল। সেই সমানাধিকারের কথা প্রচার করেছিলেন রামানুজাচার্য। বেঁচে ছিলেন ১২০ বছর। আর তাই দ্বিতীয় মূর্তিটি তৈরিও করা হচ্ছে ১২০ কেজি সোনা দিয়ে। যার প্রথমটি রয়েছে চিনে।