বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ সকালে শ্রীলেখা মিত্র নিজে একটি ছবি পোস্ট করেন তাতে লিখেন, ‘আগে আমার চোখে হারাও, তবে তো ক্লিভেজ দেখবে’। আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে নিছক মজার ছলে এই পোস্টটি তিনি করেছেন। তবে তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন ‘‘এই ছবিতে আমার ক্লিভেজ দেখা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ কেন ঢাকতে হবে? আগে আমার চোখের দিকে তাকাও তারপর না হয় আমার ক্লিভেজের দিকে তাকাবে।’’
শ্রীলেখা আরও বলেন নারীর সৌন্দর্যকে উপভোগ ক্রুন কিন্তু সেই সৌন্দর্য দেখার নামে ‘নোংরামি’ আমি একেবারে বরদস্ত করতে রাজি নন।আজকাল কোনও মহিলা শাড়ি পরলেও তাঁকে কুকথা শুনতে হয়, আর খোলামেলা পোশাক পরলেও তাঁকে ‘চরিত্রহীন’ বলা হয়।
সম্প্রতি শরীর চর্চা করে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন শ্রীলেখা মিত্র। শরীর চর্চার করার সময় বরাবরি তিনি বিভিন্ন ছবি শেয়ার করেন আজ সেই রকম একটি ছবি শেয়ার করেছে। মেকআপ ছাড়া অনেক ছবি শেয়ার করে তিনি যে টলিডের অন্যতম সাহসী অভিনেত্রী তার প্রমাণ তো আগেই দিয়েছে।
আসলে তাঁকে নিয়ে কে কি ভাবল তা নিয়ে তিনি মাথা গামায় না। তিনি সবসময় নিজেকে এবং নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকেন। জানুয়ারী মাসে শর্ট ফিল্ম ‘বিটার হাফ এর শ্যুটিং শুরু চলেছে।এটা তিনি নিজেই পরিচালনার সাথে সাথে অভিনয়ও করেছেন। তিনি মনে করেন ইন্ডাস্ট্রি আর কাজ দেবে না তাই তিনি নিজেই নিজের কাজ খোঁজছে।