23 C
Kolkata
Saturday, January 16, 2021
Home অন্যান্য করোনায় আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে

করোনায় আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:করোনা (Coronavirus) আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ (Ram Charan)।এই খবরটি তিনি নিজেই আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন। আর তিনি জানান সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিরা যেন কোভিড (COVID-19) পরীক্ষা করিয়ে নেয়। রাম চরণের বাবা চিরঞ্জীবী তিনিও দক্ষিণী ছবির আরেক সুপারস্টার।

আজ সকালে নিজেই টুইট করেন তিনি জানিয়েছেন, সেরকম কিছু সমস্যা না থাকার কারনে হাসপাতালে ভরতি না হয়ে আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইন থাকবেন তিনি। নিজের স্বাস্থ্যের পরবর্তী আপডেটও তিনি নিজেই জানাবেন বলে লেখেন রাম।

গত সপ্তাহেই একটি ক্রিসমাস পার্টিতে গিয়েছিল‌েন সুপারস্টার রাম চরণ। নিজেই টুইট করে সেই পার্টির ছবি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। ওই পার্টিতে তাঁর সঙ্গে ছিলেন অল্লু অর্জুন, নীহারিকার মতো অন্য দক্ষিণী তারকারা। এছাড়াও পার্টিতে গিয়েছিলেন সাই ধরম, বরুণ তেজ, অল্লু ববি প্রমুখরা। ছিলেন চিরঞ্জীবীর দুই কন্যা সৃজা ও সুস্মিতা।গত মাসেই চিরঞ্জীবী টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। যদিও অভিনেতা পরে জানান, তিনি কোভিড নেগেটিভই আছেন। আসলে পিসিআর-কিটের গোলমালেই তাঁকে পজিটিভ দেখাচ্ছি্ল। পরে তিনটি পরীক্ষার ফলাফলে নেগেটিভই এসেছিল।

Most Popular

TODAY'S TOP NEWS