বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:বলিউড অভিনেতা সোনু সুদ করোনার কালে মানুষকে অনেক সাহায্য করেছিলেন। তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন। তিনি আটকা পড়ে থাকা লোকদের জন্য কেবল খাবারের ব্যবস্থা করেননি, লক্ষ লক্ষ লোককে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। এর বাইরেও সোনু বহু লোককে চাকরি দেওয়ার কাজ করেছেন। এমন পরিস্থিতিতে মানুষ তার ভক্ত হয়ে উঠেছে। কিছু লোক ভারতরত্ন দাবি করেছিলেন। এখন কলকাতার মানুষ অভিনেতাকে বিশেষ উপায়ে ধন্যবাদ জানিয়েছেন প্যান্ডেলে সোনু সুদের একটি মূর্তি বসিয়েছে।
বাংলাকে ভালবাসেন। রসগোল্লাও দারুণ প্রিয় সনু সুদের। কিন্তু দুর্গাপুজোর সঙ্গে এভাবে জড়িয়ে যাবেন, কল্পনাও করেননি সোনু সুদ । তাই তো পুজো মণ্ডপে ‘নিজেকে’ দেখতে পেয়ে অভিভূত বলিউড অভিনেতা। কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজো উদ্যোক্তাদের অভিনব প্রয়াসের প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানিয়ে এবার শেয়ার করলেন একটি ভিডিও।
দুর্গাপুজোর থিমে নিজেকে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত সোনু সুদ। একটি ভিডিও পোস্ট করে প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, “খবরটা পেয়ে দারুণ লাগল। শিল্পীকে অনেক ধন্যবাদ। কলকাতা গেলে মিষ্টি দই আর রসগোল্লা খাবই। আর আপনাদের ক্লাবে গিয়ে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়ে আসব। আমাকে আপনারা এত ভালবাসা দিয়েছেন দেখে খুব আনন্দ হল। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।