আজ, বুধবার সনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায় এর যৌথ আহ্বানে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে ‘ভার্চুয়াল’ বৈঠক হতে চলেছে । বৈঠকের মূল আলোচ্য বিষয় করোনা আবহে NEET ও JEE পরীক্ষা স্থগিতের দাবিতে বিরোধিতা। বিরোধী ঐক্য এমন বৈঠকের যৌথ আহানে হওয়ার জন্য মমতাকে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সেই আহ্বান মমতা প্রস্তাব গ্রহণ করে, বর্তমান সময়ে পরীক্ষা স্থগিতের দাবি আগে থেকেই জানিয়ে আসছে। তৃণমূল ও কংগ্রেস সনিয়া-মমতার যৌথ উদ্যোগে এমন বৈঠক আজ প্রথম।
করোনার পরিস্থিতিতে NEET ও JEE পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে৷ ইতিমধ্যেই এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি চিঠি দিয়েছেন মমতা পরীক্ষা স্থগিতের দাবিতে৷ এই দাবি আরও জোরাল করতে আজ অর্থাত্ বুধবার দুপুরে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন সনিয়া ও মমতা৷
আজ দুপুর আড়াইটেয় ভার্চুয়াল মিটিং হবে৷ সব অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিনি থাকতে পারবেন না, তাঁর একটি জ্রুরি অন্য কাজ রয়েছে৷’ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রমুখ এরা সবাই বৈঠকে থাকবেন জানিয়ে দিয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই পরীক্ষা শুরু হবে।পরীক্ষা আয়োজনের বিষয়ে সুপ্রিম কোর্ট অবশ্য অভিমত দিয়েছে।সর্বোচ্চ আদালতে কেন্দ্রের তরফে আবেদনের আর্জি জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র উপর চাপ সৃষ্টি করার জন্য এই বৈঠক।