Snake in toilet:টয়লেট কমোডের ভিতর থেকে সুড়সুড় করে বেরিয়ে আসছে বিষধর সাপ!‌ দেখুন ভিডিও

সাপকে ভয় পা না এমন মানুষ খুব কম। যদি দেখেন সেই ভয়ংকর এবং বিষধর টা টয়লেটের কমোডে বসে। তাও আবার একেবারে টয়লেটের ভিতর থেকে মুখ বার করে বেরিয়ে তেড়ে আসছে তাহলে তো প্রায় মরেই যেতাম। হার্ট অ্যাটাক হতে পারে অনেকেরই। তবে একজনের হয়নি, যিনি এই মারাত্মক ভিডিওটি শেয়ার করেছেন।

ট্যুইটারে প্যাটন ম্যালোনে নামে একজন একটি ভিডিও শেয়ার করেছেন, যেটিতে দেখা যাচ্ছে, তাঁর টয়লেট সিটের মধ্যে থেকে সুড়সুড় করে বেরিয়ে আসছে একটা সাপ। আকারে হয় ছোট, কিন্তু ভয়াবহ ও বিষধর। কমোডের মধ্যে সাপ ঢুকে পড়ে তাহলে তো ভয় পাওয়ারই কথা কিন্তু তিনি খুব সাহসী। প্যাটন লিখেছেন, তাঁর এক বন্ধু এই ভিডিওটি করেছিলেন, নিজের বাড়িতে। সেই বন্ধুটি কিন্তু মোটেই ভয় পাননি। বরং নিজের গল্ফ স্টিক দিয়ে সাপটিকে ধীরে ধীরে বাহিরে যেতে সাহায্য করেছেন

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুভ দ্রুত ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ১ মিলিয়ন ভিউ হয়েছে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here