20 C
Kolkata
Saturday, January 16, 2021
Home খবর প্রতীক্ষার অবসান, বড়পর্দায় প্রত্যাবর্তন কিং খানের(Shah Rukh Khan), বছরের শুরুতেই বড় ঘোষণা...

প্রতীক্ষার অবসান, বড়পর্দায় প্রত্যাবর্তন কিং খানের(Shah Rukh Khan), বছরের শুরুতেই বড় ঘোষণা শাহরুখের

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ২ বছর হয়ে গেল কিন্তু কিং খানকে(Shah Rukh Khan ) পর্দায় দেখা যায়নি। অনুরাগীদের একটাই প্রশ্ন পর্দায় কবে দেখা যাবে কিং খানকে। অনুরাগীরা কৌতূহলে জানতে চেয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির কিং খানের কাছে। ২০২১ নতুন বছরের শুরুতেই তিনি বলেন “এই বছরই বড়পর্দায় ফিরছেন তিনি। কিং খানের মুখ থেকে এই খবর শোনার পর যে অনুরাগীরা যেন অনেকটাই খুশি হয়েছে।

শনিবার (2 january) টুইটারে একটি ভিডিও শেয়ার করেন কিং খান। সেখানেই তিনি বলেন ২০২১ সালে বড়পর্দায় ফিরছেন। কি ছবি দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করতে চাইছে তা অবশ্য নাম বলেননি অভিনেতা। তিনি শুধু এটাই বলতে চাইছে দর্শকদের জন্য বিশেষ চমক অপেক্ষা করছে ।তার এই ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানান। আর বলেন গত বছর অতিমারী কোরনা আবহে সারা বিশ্ব একেবারে স্তদ্ধ হয়ে গিয়েছিল।জনসাধারণ অনেকটা দুর্দিন কাটিয়ে আশার আলো দেখতে পেয়েছে।

কিং খান আর বলেন “জীবনে চলার পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু উপায় থাকে না। তলানিতে পৌঁছে গেলে আর নিচে নামবে কিভাবে সেখান থেকে শুধু উত্তরণের পথ খোলা থাকে। নতুন বছর সবার সব কিছু ভাল হবে এবং জীবন নতুন করে হাসতে শিখবে।” বাড়িতে নিজেকে ক্যামেরার সামনে বসতে দেখা গেল শাহরুখকে। প্রথমে পুরনো বছরের কথা বললেন । তারপরই কৌতুকের ছলে বলেন একটু দেরি হয়ে গেল কারন তার টিমের কেউ নেই তিনিই নিজেই ভিডিওর সমস্ত আয়োজন করেছেন।

Most Popular

TODAY'S TOP NEWS