35 C
Kolkata
Saturday, February 27, 2021
Home খবর নতুন হেয়ারস্টাইলে পর্দায় ফিরলেন শাহরুখ খান, KKR-এর গান তুমুল ভাইরাল

নতুন হেয়ারস্টাইলে পর্দায় ফিরলেন শাহরুখ খান, KKR-এর গান তুমুল ভাইরাল

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:শাহরুখ খানের শেষ ছবিটি ছিল ‘জিরো’। বলিউডের বাদশা বক্স অফিসে মুখ থুপড়ে পড়ার পরে বড় পর্দায় নিজের মুখ দেখানোর সাহস পাননি। কিং খানকে ২০১৮ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি। অনেকেই মনে করেন যে একের পর এক ব্যর্থতার জন্য হয়তো শাহরুখ বলিউড থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। তবে তিনি আবার প্রমাণ করলেন যে এটি কেবল গুজব।

সম্প্রতি তাকে দেখা মিলল  ইউনিক হেয়ার স্টাইলে আর সেই পুরনো সিগনেচার স্টাইলে। এখন আইপিএল চলছে দুবাইতে। শাহরুখের দল কেকেআরও সেই লিগে রয়েছে। এবার কেকেআরের একটি নতুন গান প্রকাশিত হয়েছে। কিং খান সেখানে নতুন লুক ধারন করলেন। হুডি পরে দুর্দান্ত প্রবেশ। তারপরে তিনি তার  লম্বা চুলের  অত্যাশ্চর্য চেহারা দিয়ে সবাইকে অবাক করলেন।

বর্তমানে লিগ টেবিলে শাহরুখের কেকেআর চতুর্থ স্থানে রয়েছে। দল ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছেন। এবার নিজের দলকে অনুপ্রেরণা ও শক্তিশালী করতে মাঠে নামলেন কেকেআর এর কর্তা নিজেই। দুর্দান্ত গানে কাঁপিয়ে দিল সবাই কে।

তার সাথে বলিপাড়ার ভিতরে আরও একটি নতুন খবর শোনা যাচ্ছে। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন একটি ছবিতে নিজের মুখ দেখাতে যাচ্ছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পাঠান’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। তবে এখন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এর 25 তম বার্ষিকী নিয়ে শাহরুখ খুব উচ্ছ্বসিত।জমিয়ে চলছে সেই সেলিব্রেশন।

Most Popular

TODAY'S TOP NEWS