সত্যি কি ক্রমশ খারাপ হচ্ছে সঞ্জয় দত্তের শরীর? হঠাত করে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সঞ্জয় দত্তের বন্ধু রাহুল মিত্র। তিনি বলেন,সঞ্জয় দত্তকে নিয়ে গুজব ছড়ানো বন্ধ করুন। সঞ্জয় দত্তের প্রাথমিক চিকিতসা শুরু হয়েছে। তাই অভিনেতা যাতে সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করুন কেউ মনগড়া গুজব ছড়াবেন না।বন্ধু রাহুল মিত্র বলেন সঞ্জয় একজন লড়াকু মানুষ। সে এই যুদ্ধেও তিনি জয়ী হবেন।
নেটদুনিয়ার সবাই যেনে গেছে সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যানসার ধরা পড়েছে যেটা স্টেজ ফোরে রয়েছে।এরপর থেকেই শুরু হয়ে যায় জল্পনা। চিকিতসার জন্য সঞ্জয় আমেরিকা অথবা সিঙ্গাপুরে যতে চান বলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন।কিন্তু কোভিড পরিস্থিতির জন্য না করে দেন। ১৯৯১ সালের মুম্বই বিস্ফোরণে সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমেরিকায় যাওয়ার ভিসা পেতে অনেক ঝামেলাতে পড়তে হয়েছে সঞ্জয় দত্তকে ।
যদিও এক বন্ধু তাঁকে ভিসা পেতে সাহায্য করেন বলে খবর। ইতিমধ্যে চিকিতসার জন্য আমেরিকায় থাকার ৫ বছরের মেডিকেল ভিসা হাতে পেয়েছে সঞ্জয় দত্ত।খুব শীঘ্রই আমেরিকায় যাবেন সঙ্গে থাকবেন স্ত্রী মান্যতা এবং বোন প্রিয়া দত্ত।
মান্যতা এবং প্রিয়ার পাশাপাশি নিউ ইয়র্কে থাকেন সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা। তিনিও চিকিতসার সময় বাবা এবং পরিবারের পাশে থাকবেন বলে খবর।