সানিয়া মির্জা বলেন আমি মহেন্দ্র সিং ধোনি এবং শোয়েব মালিকের মধ্যে অসম্ভব মিল খুঁজে পাচ্ছেন।ধোনিকে দেখে নাকি স্বামী শোয়েব মালিককে মনে পড়ে সানিয়ার এই কথা তিনি স্বীকার করেছেন।
আসলে শোয়েব মালিক যখন পাকিস্তানের অধিনায়ক ছিলেন তখন মাঠে ঠান্ডা মেজাজেই ধোনির মতো কঠিন পরিস্থিতি নাকি সামাল দিতেন তাই এমন উক্তি সানিয়ার।
ভারতীয় টেনিস এর গ্ল্যামার গার্ল বলেছেন, “ব্যক্তিত্বের দিক থেকে শোয়েবের সঙ্গে ধোনির প্রচুর মিল আছে ওরা দুজনে খুব শান্ত। তবে দুজনে খুব মজার মানুষ। মাঠে খেলার সময় প্রচন্ড ঠান্ডা থাকে দুজনেই।তাই ধোনিকে দেখে আমার শোয়েবের কথাই মনে হয়।”
চুপিসারে অবসর নিয়েছেন ধোনি এই বিষয়টা যেমন অবাক করেছে আবার বিষয়টা বেশ লেগেছে সানিয়ার। ধোনি যদি মনে করত নিজের অবসরটা নিয়ে উৎসব করবে, করতেই পারত। কিন্তু সেটা করে হটাৎ অবসরের কথা প্রকাশ করে যা কেউ এর আগে টের পায়নি।ধোনি বড় তারকা। জীবনে প্রচুর কিছু পেয়েছে। দেশকে অনেক কিছু দিয়েছে যা দেশবাসী কোনদিন ভুলবে না। আমার দেখা অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্বের নাম ধোনি।”