20.5 C
Kolkata
Monday, January 18, 2021
Home খেলা লকডাউনে ফাঁকা রাস্তায় মদ্যপান করে রেসিং, সোজা ফুটপাথে উঠল গাড়ি, জখম ৫

লকডাউনে ফাঁকা রাস্তায় মদ্যপান করে রেসিং, সোজা ফুটপাথে উঠল গাড়ি, জখম ৫

রাত দশটা বাজে। লকডাউনের ফলে খালি হাইওয়েতে তাই অল্প বয়স্কের কিছু যুবক গাড়ি রেসিং এ করতে ব্যস্ত। খালি রাস্তা ঝড়ের বেগে গাড়ি ছুটে চলেছে। রেষারেষি হচ্ছে।গাড়িটি শেষে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতে চলে যায় এবং মারাল লাইটপোস্টে । ঘটনাস্থলেই ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি রবিবার রাতের সময় বেহালার জনকল্যাণ জেমস লং রোডে ঘটেছিল।

করোনার কারণে লকডাউন চলছে। মহাসড়কে কোনও গাড়ি ঘড়াও নেই। কোন মানুষ জনেরও দেখা নেই। সেই সুযোগে স্থানীয় যুবকদের দল,গাড়ি রেসিং এ মেতে ওঠে  । এলকার বাসিন্দাদের মতে জানা যাচ্ছে, ছেলেদের একটি ঘাঁটি আছে তারা প্রতিদিন সেই জায়গার প্রথমে জমায়েত হয়। এর মধ্যে স্থানীয় বাসিন্দা থাকলেও। আবার কেউ কেউ বাহিরে থেকে আসে । সকলেই দামি চার চাকার গাড়ি নিয়ে আসে।


তারপরে গাড়ির মধ্যে বসে মদ পান করেন। তারপরে ফাঁকা রাস্তায় রেস শুরু করেন। রবিবারে ঠিক এমনটা ঘটেছে বলে স্থানীয়রা উল্লেখ করেছেন। তারা রেসিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে বলে উল্লেখ করেছে। পুলিশের কোনও উপস্থিতি না থাকায় কারণে প্রতি রাতের সময় এই গাড়ী নিয়ে রেসিং হয়।


রবিবার রাতের সময় দুর্ঘটনার ঘটার পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গাড়ি ভাঙচুর করে। ঠাকুরপুকুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ তিনটি গাড়ী আটক করেছে। গাড়িতে থাকা জিনিস মধ্যে প্রচুর মদের বোতল রয়েছে। গাড়ি রেসিংয়ের ঘটনায় পুলিশ ৮ জন যুবককে গ্রেপ্তার করেছে।

Most Popular

TODAY'S TOP NEWS