31 C
Kolkata
Saturday, February 27, 2021
Home খবর ঘরে ঢুকে মারবে ভারত, এই ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়েছিল পাকিস্তান! বিরাট তথ্য...

ঘরে ঢুকে মারবে ভারত, এই ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়েছিল পাকিস্তান! বিরাট তথ্য সামনে

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:দিনটা ছিল ২৭ ফেব্রুয়ারী,২০১৯ পাক আর্মি দ্বারা বন্দী হয় অভিনন্দন বর্তমান। পাকিস্তান তাকে ৫৮ ঘন্টা ধরে বন্দী করে রেখেছিল। ভারত বলেছে যে কোনও শর্ত ছাড়াই অভিনন্দন বর্তমান ফিরিয়ে দিতে হবে। ইমরান খান অভিনন্দনকে শান্তিপূর্ণ ভাবে ফিরিয়ে দিয়েছিল।তবে পাকিস্থান কি সত্যি শান্তিপূর্ণভাবে ফিয়েয়ে দিতে চেয়েছিল নাকি ভয় পেয়ে বাধ্য হয়েছিল তা এবার সামনে এল। চাপের মুখে পড়ে পাকিস্তান দেশের অস্তিত্ব রক্ষার জন্য অভিনন্দন বর্তমান কে ছেড়েদিয়েছিল একথা কোনও ভারতীয় এ জাতীয় তথ্য দিচ্ছেন না, তা পাকিস্তানি সংসদ সদস্যদের মুখ থেকে বেরিয়ে আসছে।

বুধবার পাকিস্তানী এমপি নিজেই ভারতীয় জন সংঘ ভবনে এমন তথ্য দিয়েছিলেন। জাতীয় পরিষদে ভাষণে মুসলিম লীগ-নওয়াজ নেতা আয়াজ সাদিক বলেছেন, “অভিনন্দন বর্তমানকে ফেরানো হয়েছে প্রত্যাঘাতের ভয়েই।” এ সময়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন যে নির্দিষ্ট দিন রাত ৯ টার মধ্যে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে না দিলে ভারত আক্রমণ করবে। সাদিকের এই মন্তব্যকে পাকিস্তানের প্রধান গণমাধ্যম দানিয়া নিউজ উদ্ধৃত করেছে।

সাদিক ঠিক কী বলেছিল? দুনিয়া নিউজে প্রচারিত ক্লিপটি সাদিককে দেখায় যে ইমরান খান সেদিন শাহ মোহাম্মদ কুরেশি এবং সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সাথে বৈঠকে রাজি হননি। এই সেনাপ্রধান ঘামছিলেন, তাঁর হাঁটু কাঁপছিলেন। শাহ মোহাম্মদ কুরেশি সভায় বলেছিলেন যে ঈশ্বরের নামে অভিনন্দনকে ছেড়ে দিতে হবে। অন্যথায়, মধ্যরাতে আক্রমণ শুরু হয়ে যাবে।

Most Popular

TODAY'S TOP NEWS