মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্প অনেক দিন ধরে আসছে।আর এই সবুজ সাথী প্রকল্প হাত ধরেই এবার রাজ্যে নয়া কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী ৷ রাজ্য সাইকেল তৈরির প্রস্তাব দিবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ৷ সোমবার প্রশাসনিক বৈঠকে এমনটা জানিয়েছেন মমতা ।রাজ্য সরকার সবুজসাথী প্রকল্পে জন্য প্রতি বছরই পড়ুয়াদের সাইকেল দেয় ৷এবার সেই সাইকেল এরাজ্যেই তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রী নিজেই ৷
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্প যাহা রাষ্ট্রপুঞ্জেও কাছে সম্মানিত হয়েছে ৷ এবার সবুজ সাথী প্রকল্পের হাত ধরেই এবার রাজ্যে নয়া শিল্প গড়ে উঠতে চলেছে ৷ মুখ্যমন্ত্রী সুবজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ নিয়ে উষ্মা সরকার বলেন যথেষ্ট অভিযোগ আছে গত বছরের যা টার্গেট দেওয়া ছিল তার প্রায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়নি। এটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া জন্য ২০২০-২১ সালের সাইকেল দেওয়ার টার্গেট অর্থ দফতরের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন এই রাজ্য সাইকেল কারখানা গড়ে তুলার। এতে অনেক মানুষের কর্মসংস্থানের বেড়ে যাবে৷ একইসঙ্গে তিনি বলেন, যে সংস্থা এ রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়বে, তাদেরই ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেলের তৈরির ভার থাকবে ৷ এতে সরকারেরও খরচ কিছুটা বাঁচবে ৷ এতদিন অন্য রাজ্য থেকে সাইকেলের যন্ত্রাংশ কিনে এনে তা জুড়ে তৈরি করতে সরকারের অনেক খরচ হয় ৷ মুখ্যমন্ত্রী বলেন সাইকেল তৈরির জন্য সংস্থাকে তিন বছরের চুক্তি করতে হবে ৷ তিন বছরের মধ্যে সাইকেল নষ্ট হলে সংস্থাকে ভার নিতে হবে ৷
বর্তমান করোনা পরিস্থিতিতে সাইকেল দেওয়া বন্ধ রাখা যাবে না বলে জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন স্কুল বন্ধ থাকলে দরকার হলে বাড়িতে গিয়ে সাইকেল দিতে হবে।