হাসপাতাল থেকে করোনা আক্রান্ত মা এবং তাঁর সন্তান নিঁখোজ। শোরগোল পড়ে যায় কলকাতা মেডিক্যাল কলেজ না খুঁজে পেয়ে কভিভ আক্রান্ত রোগীকে। গোটা হাসপাতাল চত্বর খুঁজেও কোথাও মেলেনি রোগীর সন্ধান! তড়িঘড়ি পুলিশকে খবর দেয় কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের থেকে।অবশেষে ঘণ্টা খানেক পুলিশের খুঁজা খুঁজির পরই বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই করোনায় আক্রান্ত মহিলা এবং তাঁর সন্তানকে।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্রে খবর, ১০ দিন আগে করোনা আক্রান্ত হয়ে সদ্যোজাত সন্তানকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি হন ওই মা অ সন্তান। নিয়মানুযায়ী রিপোর্ট পাওয়ার দশ দিনের মাথায় কোনও উপসর্গ ছিলনা বাচ্চাটার। তাই এদিন সদ্যোজাতের বাচ্চাটার ছুটির কথা বলা হয়।কিন্তু মায়ের উপসর্গ থাকায় ছুটি ঘোষণা করা হয়নি।তাই পরে বাচ্চাটার মা সেই কাগজ হাতে নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে আসে।
এদিন বিকেলে কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ে চিকিৎসক যখন করোনা আক্রান্ত মায়ের চিকিৎসা করতে যায় দেখেন বেডে কেউই নেই মা ও শিশুর । এদিক-ওদিক অনেক খুঁজেও মেলেনি সন্ধান! তা নিয়ে প্রথমটায় স্বাভাবিকবশতই একেবারে শোরগোল পড়ে যায়। তৎক্ষণাৎ হাসপাতালের থেকে বউবাজার থানায় খবর দেওয়া হয়। হাসপাতালের রেজিস্টারে থাকা ঠিকানা ধরে পুলিশ প্রগতি ময়দান থানা এলাকার ওই বাড়িতে গিয়ে দেখেন বাড়িতেই বসে আছেন মা সন্তান নিয়ে। পুলিশ সেখান থেকে সন্তান-ও তার মাকে নিয়ে আসেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।