23 C
Kolkata
Saturday, January 16, 2021
Home আন্তর্জাতিক বিদ্যুৎ বিপর্যয়ে গভীর অন্ধকারে ডুবে গেল গোটা পাকিস্তান

বিদ্যুৎ বিপর্যয়ে গভীর অন্ধকারে ডুবে গেল গোটা পাকিস্তান

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:পুরো লোডশেডিং হয়ে যায় গেল ইমরান খানের পাকিস্তান। শনিবার স্থানীয় সময় রাত ১১.৪১ নাগাদ নাগাদ হঠাৎই ব্ল্যাকআউট হয়ে যায় গোটা দেশ। যান্ত্রিক সমস্যার কারণে বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছিল করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহরে।পুরো পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়ে পড়েছিল। এই বিপর্যয়ের কারনে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও স্তব্ধ হয়ে গিয়েছে। এমনকি, জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরেও বিদ্যু‌ৎ চলে গিয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছু ক্ষণ সময় লাগতে পারে বলেও জানা যাচ্ছে।

এই পুরো বিষয়টি নিয়ে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রক ট্যুইট করে জানান৷ তিনি বলেন ‘বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় হঠাৎ করেই সমস্যা দেখা দেওয়ায় দেশ জুড়ে লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। কী কারণে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বিদ্যুৎ বিভাগের সমস্ত কর্মীরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদ্যুৎমন্ত্রী হিসেবে আমি নিজে পুরো বিষয়টির উপর নজর রাখছি’। পাশাপাশি, দেশবাসীকে এই সমস্যার জন্য ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন।

Most Popular

TODAY'S TOP NEWS