35 C
Kolkata
Saturday, February 27, 2021
Home খবর সাতসকালে কলকাতায় মানিকতলার বুকে দুর্ঘটনা, লরি ও গাড়ির সংঘর্ষ, শেড ভেঙে...

সাতসকালে কলকাতায় মানিকতলার বুকে দুর্ঘটনা, লরি ও গাড়ির সংঘর্ষ, শেড ভেঙে মৃত ১, আহত ৩

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:সাত সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় ভেঙ্গে পড়ে পুরনো বাসস্ট্যান্ডের বাড়ির ঝুলবারান্দা। আহত হয়েছেন ৪ জন। একজন হাসপাতালে মারা যান। আজ সকালে মানিকতলা বাজারের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আজ সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মানিকতলা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে ফলে শেড ধসে পড়ে। এ সময় কিছু লোক শেডের নিচে দাঁড়িয়ে ছিল। শেড ধসে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে আরজি ট্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৪-৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি লরি উচ্চ গতিতে এসে একটি বাসকে ধাক্কা মারে।আর এই বাসটি গিয়ে বাসস্ট্যান্ডে লাগে। বাসস্ট্যান্ডের কংক্রিটের ছাদ ভেঙে পড়ে। কিছু লোক পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল। ছাদ পড়ে তারা আহত হয়।

Most Popular

TODAY'S TOP NEWS