দীর্ঘ ২০ বছর পরে বার্সেলোনা ছাড়ার ইচ্ছাপ্রকাশ জানিয়েই দিলেন নিওনেল মেসি ।এক স্পেনীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায় মঙ্গলবার বার্সা কর্তাদের ফ্যাক্স করেছেন তিনি জানিয়েছেন এই বিষয়ে। ফ্যাক্স করে অনুরোধ করেন ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তা যেন খারিজ করা হয়। যাতে তিনি ফ্রি ফুটবলার হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে পারেন।
বর্তমান ফুটবল বিশ্বের ভগবান বললে অত্যুক্তি হয় না৷ নিওনেল মেসি ও বার্সেলোনা ক্লাব-সবাই একই নামে জানে ৷ কয়েকশো গোল, অসংখ্য রেকর্ড, ডজনের বেশি শিরোপা, বার্সেলোনায় মেসির অবদান নিয়ে কেউ কোনোদিন ভুলবে না৷ হটাৎ কি হল যে বার্সেলোনা ছাড়তে চাইলেন মেসি৷ আর্জেন্টিনার তারকার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক খুব একটা মধুর হচ্ছে না৷মেসি বার্সেলোনাকে জানিয়েছেন, প্রায় দু দশক তিনি বার্সায় খেলেছেন৷ ২০১৯-২০ সিজিনে একটিও ট্রফি নেই বার্সার৷ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হার৷ সব মিলিয়ে বার্সেলোনা ছাড়তে মনস্থির করে ফেলেছেন মেসি৷
মেসি যে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন, তা স্বীকার করেছে বার্সা ক্লাব কর্তৃপক্ষ। যদিও, ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা সহজে মেসিকে ছাড়বেন না এমনকি তারা এর জন্য আইনি লড়াইও করতে প্রস্তুত। বার্সা কর্তৃপক্ষ চায় মেসি তাদের ক্লাবেই কেরিয়ার শেষ করুক। কিন্তু, মেসি যদি নিজের ইচ্ছায় অনড় থাকেন, তাহলে সম্ভবত ক্লাব বনাম তারকা আইনি লড়াই হবে।
মেসি সম্ভবত প্যারিস সাঁ জাঁ ক্লাবে যেতে পারেন বলে জানা যাচ্ছে। কারণ, এই ক্লাবের বর্তমান ম্যানেজার পেপ গুয়র্দিওলা-যিনি মেসির খুব পছন্দের মানুষ। ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি রয়েছে মেসির। এরমধ্যে কোনও ক্লাব যদি মেসিকে নিতে চায়, তাহলে তাদের প্রথমে বার্সেলোনাকে ৭০ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ১৬০ কোটি টাকা) টাকা চোকাতে হবে।