আইপিএল ১৩-র চার দিন খেলা হয়ে গেছে। শুধু কলকাতা নাইট রাইডার্স বাদে মাঠে নেমে পড়েছে সবকটি দল। তারা শেষে মাঠে এসে চমক দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নাইট শিবিরের প্র্যাকটিসেই সে ইঙ্গিত পাওয়া গেল। আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাট দিয়ে রীতিমতো আগুন ঝড়ছে। এক-একটা শট হাঁকিয়ে তাঁর ব্যাট যেন বিপক্ষ বোলারদের সতর্ক করে দিল, ‘সাবধান’!
সোমবার কেকেআরের অফিসিয়াল টুইটারে হ্যান্ডেলে আন্দ্রে-রাসেলের প্র্যাকটিসের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটির শেষে হঠাৎ মনে হতে পারে,পাওয়ার হিটার রাসেলের শট সোজা হয়তো এসে আপনার মুখে লাগল। কিন্তু তখনই বুঝবেন, একটা কাচ আপনাকে এ যাত্রায় রক্ষা করেছে।এক শটে ক্যামেরার লেন্সই ভেঙে দিলেন নাইট শিবিরের অন্যতম অলরাউন্ডার । ১৪ সেকেন্ডের ভিডিওতে তাঁর প্রতিটি শটই ছিল দুর্দান্ত। এই সব ব্যাটসম্যানকে রুখতে মুম্বইকে যে শক্ত করে কোমর বেঁধে মাঠে নামতে হবে।
এবারের আইপিএলে (IPL) মুম্বইকে এবং কেকেআরের (KKR)কে শক্ত দল বলে মনে হয়। আর এবার আইপিএল মুম্বইের কার্তিকের অভিযান শুরু করতে চলেছে । তবে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী নাইট নেতা। বলছেন, “ওদের দলে বিশ্বমানের সব ক্রিকেটার রয়েছে ভালই হয়েছে। এবার ওদের সঙ্গে আগেই খেলাটা পড়ে। প্রতি বছরই ভিন্ন পরিস্থিতিতে খেলা হয়। এবারও আশা করি ভাল একটা ম্যাচ হবে।” কার্তিকের দলে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যানের মতো তারকারা রয়েছেন, যাঁরা একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে আরও একজনকে এবার দলের ট্রাম্প কার্ড বলেই মানছেন তিনি। তিনি নাইট দলের তরুণ তুর্কি শুভমান গিল। কেকেআর অধিনায়কের আশা, এবার সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে যাবে গিলের পারফরম্যান্স। আইপিএলের অন্যতম উজ্জ্বল তারকা হয়ে উঠতে পারেন গিল।এবার দেখার পালা কেকেআর জার্সি গায়ে গিল নিজেকে মেলে ধরতে পারেন কি না।