রেল আধিকারিকেরা বাংলোয় পরিচারিকার মতো কাজ করবেন রেলেরই কর্মী! ব্যাপারটা দৃষ্টিকটূ আর এমন প্রথা চলে আসছিল সেই ইংরেজ আমল থেকে। তাই প্রথা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বাংলো পিয়ন বা চলতি কথায় খালাসি পদে আর কাউকে নিয়োগ করবে না রেল। এদিন রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, খালাসি সিস্টেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেইসঙ্গে আগামিদিনে এই পদে আর কাউকে নিয়োগ করা হবে না।
আরও জানানো হয়েছে যে, ২০২০ সালের ১ জুলাই থেকে এই জাতীয় নিয়োগের জন্য অনুমোদিত সমস্ত মামলা নিষেধাজ্ঞা জারি হবে রেলের সব শাখায় এটি কঠোরভাবে অনুসরণ করা হবে।রেলের এই কর্মীরা কলকাতা, মুম্বই, সেকান্দারবাদ, চেন্নাই, হুবলি ইত্যাদিতে জায়গাগুলিতে নিয়মিত বার্তা প্রেরণ করেন। এই সমস্ত কাজ ফোন, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে করা যেতে পারে তবে তারপরেও প্রতি বছর কোটি কোটি টাকা এই পদের পিছনে খরচ হয়। তাই এই টাকা বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে রেল৷
এমনিতেই সরকার চাকরি এখন আকাশ ছোঁয়ার মতো ব্যাপার। এমনিতে দীর্ঘদিন ধরে রেলে নিয়োগ বন্ধ। এরই মধ্যে রেল আবার একটি পদে নিয়োগই বন্ধ করে দিল। এর আগে সেনায় ইঞ্জিনিয়ারিং সেবায় ৯৩০৪টি পদে নিয়োগ হবে না বলে জানিয়েছে সরকার। এবার রেলেও একটি পদে সম্পূর্ণ নিয়োগ বন্ধ। দেশে যেন চাকরিক্ষেত্র ক্রমশ ছোট হয়ে যাচ্ছে।