বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ রক্ষা হল না। ব্রিটেন ফেরত ৬ ভারতীয়ের শরীরে মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। এই খবর টা আবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। এঁদের মধ্যে ৩ জন বেঙ্গালুরুর , ২ জন হায়দরাবাদের ও ১ জন পুণের বাসিন্দা।
ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ খুব চাপে আছে নতুন এই স্ট্রেন নিয়ে। ব্রিটেনে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ আটকাতে। ইতিমধ্যে ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে।বলা হচ্ছে যে এই করোনার ভ্যারিয়েন্টটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভযঙ্কর। এর ফলে আতঙ্ক আরও বাড়ছে।
প্রথম এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায় ব্রিটেনে। ভারতে ইতিমধ্যে এই ব্রিটেন ফেরত ছ’জনের শরীরে নতুন করোনা স্ট্রেন ধরা পড়েছে।
কিছুদিনের মধ্যে ব্রিটেন থেকে ফিরেছে প্রায় ৩৩ হাজার যাত্রী।এদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিল। তাদের মধ্যে থেকে ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। এঁদের প্রত্যেককে আলাদা করে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি, অন্য করোনা আক্রান্তদের সঙ্গে এঁদের কোনওরকম সংযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।