15 C
Kolkata
Saturday, January 16, 2021
Home খবর মেয়ে হওয়ার আনন্দে সেলুনে গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দিলেন এই ব্যক্তি

মেয়ে হওয়ার আনন্দে সেলুনে গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দিলেন এই ব্যক্তি

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: শিক্ষা–সচেতনতার দিক থেকে দেশ অনেক উন্নত হয়েছে। তবে কন্যাসন্তান জন্মালে ভ্রু কোঁচকান অভ্যাসটা বদলায় নি। কন্যাভ্রূণ হত্যা বর্তমানে নৃত্যদিনের ঘটনা। কঠোর আইন ব্যবস্থা থাকলেও তা সম্পূর্ণ বন্ধ করা যায়নি। তবে এসব ঘটনার ব্যতিক্রমী ঘটনাও রয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) যিনি প্রমান করলেন তার ঘরে ‘লক্ষ্মী’ এসেছে । যিনি পেশায় নাপিত যার নিজস্ব একটা সেলুন রয়েছে। ওই ব্যাক্তির নাম সলমন যিনি সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন। এই খুশিতেই গত ৪ জানুয়ারি বিনামূল্যে চুল–দাঁড়ি কেটে দিলেন সমস্ত গ্রাহকদের। নিজের তিনটি সেলুন ছিল সবগুলতেই এই অফার ছিল। এই খবর সামনে আসতেই মূহূর্তেই সলমন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তিনি অনেকের মন জিতে নিয়েছে।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, গত ২৬ ডিসেম্বর গোয়ালিয়রের বাসিন্দা সলমনের স্ত্রী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন । কন্যাসন্তান হওয়ার যে আনন্দ সেটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য সলমন এই অভিনব উপায়টি অবলম্বন করেন। একটি পোস্টারও টাঙ্গিয়ে ছিল দোকানের সামনেই। তাতে লেখা ছিল, কন্যাসন্তান হওয়ার আনন্দে ৪ জানুয়ারি সমস্ত গ্রাহকদের চুল–দাঁড়ি বিনামূল্যে কেটে দেবেন ।সলমন ওই দিন ৭০ থেকে ৮০ জনকে বিনামূল্যেই এই পরিষেবা দেন ।

সলমন এক সাক্ষাৎকারে জানান, ‘‌‘‌বাড়িতে কন্যাসন্তান জন্মালেই অনেকে দেখি ভেঙ্গে পড়েন। বাড়িতে নতুন অতিথি এলে তাতে ভেঙ্গে পড়ার কি আছে বদলে খুশি হওয়া উচিত। বাড়িতে কন্যাসন্তান জন্মালে, সেটাও কিন্তু খুশিরই খবর।তাই এই খুসিতে ৪ জানুয়ারি আমরা নিজেদের তিনটি সেলুনেই বিনামূল্যে পরিষেবা দিই। সলমনের এই উদ্যোগে গ্রাহকরাও প্রশংসা করেন। একজন গ্রাহক বলেন ‌সলমনের এই উদ্যোগ সমাজকে এক নতুন বার্তা দিতে চলছে ।’‌’‌

Most Popular

TODAY'S TOP NEWS