16 C
Kolkata
Friday, January 22, 2021
Home Uncategorised করোনা আক্রান্ত হয়ে এবার প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক

করোনা আক্রান্ত হয়ে এবার প্রয়াত এগরার তৃণমূল বিধায়ক

করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল তৃণমূলের আরেক বিধায়ক সমরেশ দাস।সোমবার ভোর ৪টে বেজে ২৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলে গেলেন পৃথিবী ছেড়ে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বেশ কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। করোনা পরীক্ষা করান তিনি। ধরে পড়ে তাঁর শরীরে করোনার সংক্রমণ হয়েছে। এরপরই ১৬ জুলাই পূর্ব মেদিনীপুরের বড়মা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভর্তি করা হয় কোভিড আক্রান্ত তৃণমূল বিধায়ককে।

অবস্থার খারাপ দেখে ১৮ জুন সেখান থেকে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানারিত করা হয়। কিন্তু ওখানেও অবস্থার কোনও উন্নতি দেখা যায়নি। তাই প্রবীণ বিধায়কের শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েকদিন বাদে বেলেঘাটা আইডি থেকে তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ জুলাই থেকে সেখানেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা ছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও কোনওভাবেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এরপর গত কয়েক সপ্তাহ ধরে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শেষে আজ ভোরে মৃত্যু হয় এগরার প্রবীণ তৃণমূল বিধায়কের।

Most Popular

TODAY'S TOP NEWS