35 C
Kolkata
Saturday, February 27, 2021
Home খবর Durga Puja 2021: পরের বছর দুর্গাপুজো কোন তারিখে? দেখে নিন পুরো ক্যালেন্ডার

Durga Puja 2021: পরের বছর দুর্গাপুজো কোন তারিখে? দেখে নিন পুরো ক্যালেন্ডার

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:আসছে বছর আবার হবে ! দেখতে দেখতে দুর্গা পুজা চলে গেল।আবার আমরা এক বছর ধরে অপেক্ষা করব মায়ের আসার জন্য। তবে এই বছরের ঠিক ভালো কাটেনি বাঙালির প্রিয় উৎসব । পরের বছরে যেন ভালো করে পুজা হয় তাই সব বাঙালি মায়ের কাছে প্রার্থনা করলেন। পুরো দেশ, পুরো রাজ্য, বিশেষত বাঙালিরা পরের বছরের জন্য অপেক্ষা করছে কারণ এবার অনেকের পুজার প্ল্যান বাতিল করেছেন। দেশ-বিদেশ থেকে আসার এই সময়ে ঘরের ছেলে-মেয়েরা বাধ্য হয়েছেন, কর্মস্থলেই থাকতে ৷ ভিডিও চ্যাটেই অঞ্জলি থেকে প্যান্ডেল হপিং চলেছে ৷ শপিং থেকে শুরু করে পুজোর সব আনন্দেই এবার বিশাল কাটছাঁট৷ সব যেন উশুল করে নেওয়ার প্ল্যান পরের বছরে ৷ করোনা মুক্ত হয়ে আবার যখন গোটা বিশ্ব নিউ নর্মাল থেকে নর্মালে ফিরবে, সেই পুজোর জন্যই এখন শুধুই হাঁ করে বসে থাকা ৷ সঙ্গে আশায় বেঁচে থাকা ! সেই আশা নিয়ে দেখে ফেলুন পরের বছরের ক্যালেন্ডার ৷ ছকে ফেলুন এক নিশ্চিন্ত প্ল্যান ৷ মহালয়া থেকেই না হয় পরের বছর শুরু হোক আপনার পুজোর টইটই ৷

পরের বছর –মহালয়া- ৬ অক্টোবর বুধবারমহাষষ্ঠী- ১১ অক্টোবর, সোমবার,  মহাসপ্তমী- ১২ অক্টোবর মঙ্গলবারমহাঅষ্টমী- ১৩ অক্টোবর বুধবার , মহানবমী- ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী- ১৫ অক্টোবর শুক্রবার । আতঙ্ক, ভয় আর করোনা এই তিন শব্দকে সঙ্গী করেই, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজারের বোতল নিয়ে বাঙালিরা দুর্গাপুজো কাটিয়েছে ৷ গোটা রাজ্য সেজে ওঠেছিল নতুন আলোয় ৷এক নতুন ছন্দে চার-দিন কেটে গেল। সেই চারদিনের মহা উৎসব যেন এবার ছিল একটু অন্যরকম ৷ আনন্দের মধ্যেও ছিল অনেকটাই সাবধানতা ও ইতস্তত ভাব ৷ যে উৎসব শুঘু মাত্রই দেবীর আরাধনা নয়, মিলন উৎসব সে উৎসবেই এবার মিলনে বাঁধা ৷ একে অপরের মাঝে সামাজিক দুরত্ব ৷ হাতে হাত না দিয়ে চলা, দূরে বসে কথা বলা ৷ আর ভিড়ের মাঝে না হারিয়ে, বরং ‘একলা’ চলা ৷ এরকম পুজো বাঙালি এর আগে আর কখনও দেখেনি ৷ অতিমারী যে উৎসবের রংকে কিছুটা হলেও আতঙ্কের রঙে ভরিয়ে তুলেছিল, তা গত চারদিনে বাঙালি কিছুটা হলেও দেখে ফেলেছে ৷ আজ মহাদশমী ৷ মাকে বিদায় দেওয়ার পালা ৷ নিউ নর্মালেও এবার বিদায়ের সুরও একেবারে অন্যরকম৷ ঢাকের বাদ্যিতে মা থাকবে কতক্ষণ সুর থাকলেও, সঙ্গে প্রার্থনা, মা তুমি পরের বছর আবার এসো, কিন্তু তাঁর আগে এই বিশ্বকে করোনা মুক্ত করে দাও৷ এবার কী তাহলে কোলাকুলি সম্ভব ? কাছে এসে প্রিয়মানুষকে শুভ বিজয়ার শুভেচ্ছা সম্ভব ? নাকি এখানেও সচেতনা? চিকিৎসকরা বলছেন, এবারটা সব নিয়মই না হয় হয়ে যাক নিউ নর্মালের মত ধরে ৷ এবার না হয়, একটু দূর থেকেই হাত জোড় করে চলুক শুভেচ্ছা বিনিময় ৷ সঙ্গে থাকুক সুস্থ থাকার সচেতন প্রার্থনা ৷ তবেই না আসছে বছর আবার হবে !

Most Popular

TODAY'S TOP NEWS