গত ১৫ জুন ভারত-চিন সীমান্ত লাদাখ উত্তপ্ত হয়ে উঠেছিল। এই সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় বীর জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে দেশবাসী ফুঁসছিল কীভাবে চিনকে জব্দ করা যায়। চিনের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে কেন্দ্রীয় সরকারও। যার প্রথম পদক্ষেপ ছিল চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি। TikTok, Helo, UC ব্রাউজার-সহ মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতে।
সেই শূণ্যস্থান পূরণ করতে বাজারে লঞ্চ হয়েছিল একাধিক ভারতীয় অ্যাপ। এই অ্যাপগুলি মুহুর্তের মধ্যে সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠে। সেইরকম একটি অ্যাপ হল জোশ। ভারত আত্মনির্ভর হচ্ছে। শর্ট ভিডিও বা ‘দেশি টিকটক‘ প্ল্যাটফর্ম জোশ (Josh) -এ বিরাট অঙ্কের অর্থ বিনিয়োগ করল গুগল (Google) ও মাইক্রোসফট (Microsoft)। এর ফলে আন্তর্জাতিক বাজারেও টক্কর দিতে পারবে এই ভারতীয় অ্যাপ জোশ।
জোশের বর্তমান মালিকানা কিনেছে ভার্স ইনোভেশন যাহা ব্যাঙ্গালুরুর একটি সংস্থা । ১০০ মিলিয়ন ডলার বা ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে গুগল এবং মাইক্রোসফট এই সংস্থাকে। বর্তমান এই সংস্থাটির বাজারমূল্য হল ১০০ কোটি টাকা। এর আগে এই সংস্থায় সোফিয়ানা গ্রুপ, লুপা সিস্টেমের পাশাপাশি আলফাওয়েভ বিপুল বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের জেরে জশ-এর টেকনিক্যাল মান উন্নতির পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে জানা যায়। বর্তমানে ৫০ মিলিয়ন ডিভাইসে এই অ্যাপ ইনস্টল করা হয়েছে। টেকনিক্যালের মান উন্নতি হলে আন্তর্জাতিক বাজারেও একাধিক এই ধরণের অ্যাপকে জোরদার টক্কর দিতে পারবে এই দেশি অ্যাপ।