বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: যশ রাজ ফিল্মস বলিউডের অন্যতম বৃহৎ ছবি নির্মাণ সংস্থা । এই সংস্থা একের পর এক বিগ বাজেটের ছবি দর্শকদের উপহার দিয়েছে।এবার চলতি বছরে অনেক বিগ বাজেটের ছবি উপহার দিতে চলছে। ছবির স্টাররাও অনেক অপেক্ষার পর যে চোখ ধাঁধাতে চলেছে। যশরাজ ফিল্মস শীঘ্রই তার জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার ‘ধুম’ সিরিজের পরবর্তী ছবি ‘ ধুম ৪ ‘ আনতে চলেছে। গত কয়েক বছর ধরেই ছবি প্রেমী দর্শকদের অন্যতম আলোচনার বিষয় ছিল ‘ ধুম ৪ ‘ কবে আসবে । বহু জল্পনা শুরু হয়েছিল ধুম ৪ ‘-কে ঘিরে। এবারে শোনা যাচ্ছে ‘ ধুম ৪ ‘ ছবির প্রধান ভিলেনের ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, এই ছবি নিয়ে নাকি দীপিকার সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে যশ রাজ ফিল্মস। তবে দীপিকার হাতে এইমুহূর্তে রয়েছে একাধিক ছবির কাজ।অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কি পারবে ‘ ধুম ৪ ‘ এর জন্য সময় বের করতে পারবেন । ‘ ধুম ‘ সিরিজের আগে তিনটি ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় দেখা গেছিল জন অ্যাব্রাহাম, হৃত্বিক রোশন এবং আমির খানকে।
বর্তমানে এই প্রযোজক সংস্থার ছবি ‘ পাঠান ‘-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন জোরকদমে শ্যুটিং চালাচ্ছেন । এই বছর দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে একটি ছবির শ্যুটিং বাকি। এছাড়া প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে বিগ বাজেট হিন্দি ছবি রয়েছে।