করোনা আক্রান্ত দিন দিন বেড়ে চলেছে। অনেক চেষ্টা কিন্তু কিছুতেই হাতের নাগালে আনা যাচ্ছে না।এদিকে হাজার হাজার মানুষ করনার বিরুধে প্রতিদিন লড়াই করছে জেতার আশায়। মুখমন্ত্রী আগস্টে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন করেছিল যাতে সংক্রামণ কিছুটা কমে। সেপ্টেম্বরেও সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি থাকবে বলে নবান্ন থেকে জানালেন মুখমন্ত্রী। সেপ্টেম্বরের প্রথম দু’সপ্তাহের মধ্যে কোন কোন দিন লকডাউনের আওতায় তা-ও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজ নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন জারি থাকবে রাজ্যে।পরে আর লকডাউন জারি থাকবে কিনা তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।যদি হয় তা আগেই তারিখ ঘোষণা করা হবে।” পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে তিনদিন করে বিমান চলবে। মেট্রো পরিষেবা চালু হবে। তবে “সমস্ত নিয়ম মেনে ধীরে ধীরে এবার মেট্রো চালানো হবে। লোকাল ট্রেনের বিষয়েও আলাপ-আলোচনার মাধ্যমে ধীরে ধীরে পরিষেবা শুরু করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
করোনা সংক্রমণ রুখতে দেশে মার্চের শুরুতেই লকডাউন জারি হয়েছিল । হটাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ । জুন থেকে লকডাউন সম্পূর্ণ তুলে স্বাভাবিক করে দেওয়া হয়েছিল।অফিস-কাছারি সব খুলে দেওয়া হয়েছিল। রাস্তায় গাড়ি ঘোড়া চলতে শুরু করেছিল। কিন্তু এই পর্যায়ে বাংলায় একধাক্কায় সংক্রমণের হার অনেক বেড়েছিল। সেই কারণ রাজ্যের তরফে ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির করা হয়, প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজ্যে জারি থাকবে কমপ্লিট লকডাউন। সেই নিয়ম জারি ছিল আগস্ট। সেপ্টেম্বরেও তা-ই হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বর্তমানে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যের প্রায় ৩ হাজার মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও।