সকাল থেকেই একের পর এক টুইট করেন কংগ্রেস এবং বিজেপি দুই দলের নেতারা।কারন আজ নাকি নেতাজির ‘মৃত্যুদিন’।তোমরা কি অন্য নেতাজির কথা ভাবছ তাহালে ভুল করছো। সেই নেতাজি যার মৃত্যু নিয়ে আজ পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য বা কোনও প্রমাণ নেই।এদিকে কংগ্রেস এবং বিজেপি দুই দলের নেতারাই ১৮ আগস্ট দিনটিকে সুভাষচন্দ্র বোসের ‘প্রয়াণ দিবস’ হিসেবে পালন করা শুরু করে দিলেন।বীর সুভাষের চন্দের প্রতি নিজেদের ‘ভালবাসা’ আর ‘শ্রদ্ধা’ জানাতে গিয়ে রীতিমতো বিতর্ক জড়িয়ে গেলেন দেশের প্রধান দুই রাজনৈতিক দল।
মঙ্গলবার সকালে কংগ্রেসের দলীয় টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হল,”নেতাজি একজন জাতীয় নায়ক। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা আজকের প্রজন্মের কাছে আদর্শ। তাঁর প্রয়াণ দিবসে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই।”এরপর কংগ্রেসের ছোট-বড় নেতারা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করা শুরু করলেন। হার্দিক প্যাটেল থেকে শুরু করে বিজেপি নেতারাও পিছিয়ে রইলেন না। ‘প্রয়াণ দিবসে’ নেতাজিকে স্মরণ করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি লিখলেন,”আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় যোদ্ধা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানি নেতাজিকে তাঁর পূণ্য তিথিতে কোটি কোটি প্রণাম।” আরেক শীর্ষস্থানীয় বিজেপি নেত্রী তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও একই ভুল করল। টুইট করে তিনি নেতাজির ‘প্রয়াণ দিবস’ পালন করলেন। গেরুয়া শিবিরের ছোটখাটো নেতারাও অনেকে টুইট করলেন। অর্থাৎ কংগ্রেস ও বিজেপির এই নেতারাও একপ্রকার ঘোষণা করে দিলেন ১৮ আগস্টই নেতাজির মৃত্যু হয়েছিল।
নেতাজির মৃত্যু নিয়ে রহস্যের উদ্ঘাটন আজও হয়নি। ১৮ আগস্ট ১৯৪৫ সালে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু, এই দাবির স্বপক্ষে এখনও সেরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। অনেকেই ধারনা সেদিন বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি। এতো বিতর্কিত বিষয় নিয়েও কেন কংগ্রেস বা বিজেপি নেতারা টুইট করলেন? তাঁরা কি ইতিহাস জানেন না, নাকি নেতাজিকে অসম্মান করা হচ্ছে? নেহেরু-গান্ধীদের সম্মান করতে গিয়ে সুভাষচন্দ্রকে কংগ্রেস দেয়নি বলেই অভিযোগ তোলে বিরোধীরা। প্রশ্ন হল, কংগ্রেসের পাশে নেতাজিকে অসম্মানকারীদের তালিকায় কি বিজেপি নাম লেখাল?কংগ্রেস অবশ্য শুরু থেকেই বিশ্বাস করে সেই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে সুভাষচন্দ্রের। ১৯৪৬ সালে খোদ বল্লবভাই প্যাটেলও একথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবিকক্ষেত্রে এখনও দেশনায়কের মৃত্যুর কোনও ঘোষিত তারিখ নেই।