বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:ভারতীয় গোয়েন্দাদের সূত্রে কিছু খবর এসেছে যে চিন নাকি ভারত থেকে আমদানি করা রেড়ির বীজ দিয়েই রাসায়নিক অস্ত্র তৈরি করছে চিন (China)।ভারত হল এশিয়ায় সবচেয়ে বেশি রেড়ি বা ক্যাস্টর উৎপাদক দেশ।তাই ভারতে রেড়ির তেল বা ক্যাস্টর অয়েলের উৎপাদন ও বিক্রি সবথেকে বেশি। রেড়ির বীজ খুব বিষাক্ত ।এতটাই বিষাক্ত যে একটি ছটো চামচের এক চামচ একটি পূর্ণবয়স্ক মানুষকে খায়িয়ে দিলে ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে । বীজের গুঁড়ো বা পাউডার মাত্র সামান্য দু’একটি রোগের চিকিৎসার জন্য তাও আবার সামান্য পরিমাণে ব্যবহার করা হয়। আর সেরকম কোনও গুরুত্বপূর্ণ কাজে লাগে না। সরকারিভাবে বিপুল পরিমাণে রেড়ির বীজ ভারত থেকে আমদানি করছে চিন এর আসল কারণটা কি তাই সন্দেহ হয়।
ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানীদের মতে রেড়ির বীজে রয়েছে রিসিন নামের এক মারাত্মক বিষ ও যৌগ। এই রিসিন নামের যৌগটি ধ্বংসাত্মক রায়াসনিক মারণাস্ত্র বা রায়াসনিক গ্যাস তৈরিতে ব্যবহার হয়।ভারতীয়গোয়েন্দাদের সূত্রে চিনের পিপলস লিবারেশন আর্মির নিজস্ব গবেষণাগারে তৈরি হচ্ছে এই রায়াসনিক অস্ত্র ও গ্যাস। ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, জাপান, আমেরিকার মতো শত্রুদের বিরুদ্ধে গোপনে লড়াই এর পরিকল্পনা করছে।তাই রেড়ির বীজ আমদানি করছে চিন। সর্বভারতীয় বণিক সংগঠন ‘সলভেন্ট এক্সট্রাকটর অসোসিয়েশন অফ ইন্ডিয়া’র সভাপতি অতুল চতুর্বেদী কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছেন, ‘এখনই রেড়ির বীজ চিনে রপ্তানি করা বন্ধ করুক ভারত সরকার। না হলে বিপদে পড়ব সারা বিশ্ব । রপ্তানি বন্ধ হলে ভারতের আর্থিক ক্ষতি হবে ঠিকই কিন্তু আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাব।
ভারতীয় গোয়েন্দাদের মতে এটা একেবারে নিশ্চিত খবর। কুইন্ট্যাল কুইন্ট্যাল রেড়ির বীজ আমদানি এক জৈব রায়াসনিক মারণাস্ত্র তৈরি করছে। ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধের সময় ইরানের সেনাদের বিরুদ্ধে মাস্টার্ড গ্যাস ব্যবহার করেছিল ইরাক। সর্ষের বীজ থেকে তৈরি রায়াসনিক মাস্টার্ড গ্যাসে চোখ, মুখ ও গায়ে বড় বড় ফোস্কা পড়ে গিয়েছিল ইরানি সেনাদের। অসুস্থ হয়ে পড়েছিল ইরানের সেনারা।সেই রকম চিন কিছু জৈব রাসায়নিক তৈরি করছে।