‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’-এর তালিকায় জ্বলজ্বল করছে তাঁর সাদা-কালো ক্ষুদিরামের ছবি। পরিচালক কেন ঘোষের পরিচালনায় ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘অভয় ২’-তে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ব্যবহৃত হয়েছে ক্ষুদিরাম বসুর ছবি।তাতেই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে ।অবশেষে ক্ষোভের মুখে পড়ে অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করে প্রকাশ্যে ট্যুইটে। ক্ষমা চাইতে বাধ্য হলেন ওই ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ এবং পরিচালক।
দেশের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম বসু ৷যিনি সাহসের সাথে হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়েছিলেন দেশের জন্য ৷তখন তার বয়স মাত্র ১৮ বছর ৭ মাস ১১ দিন ৷ স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান ভোলার নয় ৷ স্বাধীনতার ৭৩ বছর পরে সেই বিপ্লবীর ছবিই স্থান পেল দুষ্কৃতি ও সন্ত্রাসবাদীদের তালিকায় !সত্যই এটা সব ভারতবাসির কাছে দুঃখজনক।
গত ১৪ আগস্ট জি-ফাইভে মুক্তি পায় কুনাল খেমু, রাম কপূর অভিনীত সিরিজ ‘অভয় ২’। সেখানেই একটি দৃশ্যে দেখা গিয়েছে থানায় বসে সন্দেহভাজন ব্যক্তিকে জেরা করছেন পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং ওরফে কুণাল খেমু (Kunal Khemu) ৷ পাশেই থানার দেওয়ালে বোর্ডে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’ এর ছবি লাগানো ছিল। সেখানে ছিল ক্ষুদিরাম বসুর ছবিটি ৷ বাঙালি দর্শকদের তাঁকে চিনতে সময় লাগেনি ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাঙালি দর্শকেরা ৷ সেই দৃশ্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় লাগাতার শেয়ার করে চলে প্রতিবাদ ৷নেট জুড়ে ক্ষোভে ফেটে ওঠে ওটিটি প্ল্যাটফর্মটি ব্যানের দাবিও করছে অনেকে ৷
একজন লেখেন, “আমাদের বাংলার গর্ব ক্ষুদিরামকে ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ বানিয়ে দিয়েছে। ওই ছবি ক্ষুদিরামের না হয়ে এখানে যদি আন্নাদুরাই, এমজি রামচন্দ্রণ কিংবা এনটি রামা রাওয়ের ছবি থাকত তাহালে দক্ষিণ ভারতের কতটা ফাটত ছবিটা কি কল্পনা করতে পারছেন? বাঙালি বলেই কি এত অবহেলা?পরিচালক নিজে একজন বাঙালি হয়েও এই ভুল কি করে? স্বাধীনতা দিবসে বাঙালিকে ভালই উপহার দিলেন।”
ক্ষমা চাইল টিম ‘অভয় ২’