বিরাট কোহলি এবং আনুশকা শর্মা লকডাউনে আবদ্ধ। সমস্ত গেম বাতিল । সমস্ত ছবির শুটিং বন্ধ রয়েছে। এমনকি মাঠে প্র্যাকটিসও বন্ধ বিরাটের। তারা নিয়মিত বাড়িতে বন্দী হচ্ছে। অতীতে বেশ চুল কাটাচ্ছিলেন বিরাট অনুষ্কার কাছে। অভিনেত্রী ইন্সটাতে ভিডিও পোস্ট করেছেন। এবার আরও একবার অনুষ্কা-বিরাট ভাইরাল হল ।
বিরাট মাঠে না জেতে পারার কারানে অসন্তুষ্ট। বিরাটের ভিডিও গেমস খেলে কাটছে দিন। অনুগামীদের আর্তচিৎকার শুনতে পাচ্ছেন না। চাকা মার কলি আর কেউ বলেনি। কবে যাবে করোনা। কবে জীবন আবার ছন্দে ফিরবে কেউ জানে না। এই সময় মন ভালো রাখা প্রয়োজন।তাই বিরাটের মন ভালো করার জন্যঅনুষ্কা নিজেই বিরটের ফ্যান হলেন ! অনুষ্কার এই কাণ্ড দেকে বিরাট অবাক। এই ভিডিও ইনস্টাতে শেয়ার করে অনুষ্কা লেখেন, ” আমি ওর মন ভাল করার চেষ্টা করছিলাম। মাঠের ফিল দিতেই ওর ফ্যানেদের মতো করে কথা বললাম।” এই ভিডিও এখন ভাইরাল।