বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:করোনার মহামারি কাটিয়ে ওঠার আগেই নতুন বছরের শুরুতে জোরালো ভাবে থাবা মেরেছে বার্ড ফ্লু(Bird flu)। ভারতের চারটি রাজ্য বর্তমানে বার্ড ফ্লুয়ের কবলে।এই রাজ্য গুলি কেরালা, রাজস্থান,হরিয়ানা হিমাচলপ্রদেশ। এই রাজ্যগুলির ১২ টি জায়গায় বার্ড ফ্লু H5N1 ভাইরাস মিলেছে। কেন্দ্রীয় সরকার তৎক্ষণাত সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন।এরই মধ্যে শুধু হরিয়ানায় ৪ লক্ষের উপর পোলট্রির মুরগি বার্ড ফ্লু(Bird flu) সংক্রমণ ঘটে মারা যাওয়ার খবর এসেছে। বার্ড ফ্লু অর্থাৎ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ((Avian Influenza – AI)) বহু দশক ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।বিশ্বে চার বার বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ভারতে ২০০৬ সালে প্রথম সংক্রমণ ঘটে। ভারতে চারবার (২০০০, ২০১২, ২০১৫ এবং ২০২১) বার্ড ফ্লু সংক্রমণ হয়েছে।
সরকারি সূত্রে খবর, হরিয়ানার পঞ্চকুলা জেলাতেই গত ১০ দিনে ২০টি ফার্ম থেকে কমপক্ষে ৪ লক্ষ মুরগি মারা গিয়েছে।তবে নিশ্চিত করে মুরগির মৃত্যুর কারণ সঠিক জানা যায়নি। পরীক্ষাগারের বিশেষজ্ঞ দল এসে মৃত মুরগির নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। সেই রিপোর্ট আসলে তবেই মুরগির মৃত্যুর আসল কারন জানা যাবে।
একাধিক রাজ্য থেকে কয়েক লক্ষ পোলট্রির মুরগি সহ অনেক পাখির মৃত্যুর খবর কানে আসতেই। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক তড়িঘড়ি অ্যাডভাইজারি জারি করে। দেশের অন্যতম বড় পোলট্রির চাষ রয়েছে হরিয়ানায়। সেখানকার ১০০ পোলট্রি ফার্মে ৭০ থেকে ৮০ লক্ষ মুরগির চাষ হয়ে থাকে। ফলে পরীক্ষার রিপোর্টে বার্ড ফ্লু নিশ্চিত হলে, হরিয়ানয় পোলট্রি ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেন্দ্র রাজ্যগুলিকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলেছে যাতে অন্যান্য পশুপাখি ও মানুষের মধ্যে সংক্রমণ যেন না ছড়ায়।
কেরালায় বার্ড ফ্লুর সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই মঙ্গলবার থেকে হাস-মুরগি ‘কালিং’ শুরু করে দিয়েছে। হিমাচলে ২ হাজারের উপর পরিযায়ী পাখির মৃত্যু ঘটেছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বার্ড ফ্লু(Bird flu) সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।