19.5 C
Kolkata
Wednesday, January 27, 2021
Home অন্যান্য ‘‌বাবা ভঙ্গা’ বলে গিয়েছেন এই বছরেই চরম বিপদ ভারতের‌ তার সব বানী...

‘‌বাবা ভঙ্গা’ বলে গিয়েছেন এই বছরেই চরম বিপদ ভারতের‌ তার সব বানী সত্যি হয়েছে

‘‌বাবা ভঙ্গা’–র মৃত্যু হয়েছে অনেকদিন আগেই। তিনি বুলগেরিয়ার বাসিন্দা ছিল।তিনি ছিলেন একজন অন্ধ যাজক। তার মৃত্যর পর রয়ে গিয়েছেন তাঁর শিষ্যরা। তাঁর শিষ্যদের দাবি ৯/‌১১ হামলার কথা আগে থেকেই বলে গিয়েছিলেন এই অন্ধ যাজক। আর এবারে তাঁদের দাবি, ২০২০ সালে ভারত জাপান ও পাকিস্তান চরম বিপদের সামনে পড়তে পারে। কী সেই বিপদ?‌

তিনি বলেগিয়েছিলেন , এই বছর রাশিয়ার প্রধান শাসকের মেয়ে অর্থাৎ পুতিনের মৃত্যু হতে পারে। ১৯৯৬ সালে মৃত্যুর আগেই সে কথা নাকি বলে গিয়েছেন তিনি। তিনি বলেছেন পৃথিবী ধ্বংস হতে পারে ৩০০০ বছর পর ৫০৭৯ সালে । তবে তার আগে পৃথিবীতে ঘটে যাবে নানা বিপর্যয়। তবে পৃথিবী কীভাবে ধ্বংস হবে, সেটা স্পষ্ট করে বলেননি তিনি। আর ২০২০ সাল নিয়ে আরও অনেক কিছু তিনি বলে গিয়েছেন।

তিনি বলেছেন, ২০২০ সালে রাজনৈতির অস্থিরতা দেখে দেবে এশিয়া মহাদেশের দেশগুলিকে। যার ফলে যুদ্ধ সৃষ্টি হতে পারে এবং অনেক মানুষের মৃত্যু হবে। ইউরোপে পুতিনের উপর হামলাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন। তিনি বলে গিয়েছেন, ২০২০ সালের শেষের দিকে সুনামির মতো ভয়ঙ্কর ভূমিকম্পে হবে তাতে বহু মানুষের মৃত্যু হতে পারে। আর এই ভয়ঙ্কর ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারত, পাকিস্তান ও জাপান, ইন্দোনেশিয়ায়। এর ফলে গ্রীষ্ম কালীন অলিম্পিক বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করেছিলেন তিনি। আমেরিকাতে সুনামির প্রভাব ফেলতে না পারলেও কিন্তু বড়সড় ভূমিকম্পে অনেক ক্ষতি হতে পারে বলে দাবি করেছিলেন তিনি।বড়ো আগ্নেয়গিরির সূত্রপাত ঘটতে পারে বলে দাবি করেছিলেন। তবে কোন জায়গায় সেটা নাকি তিনি স্পষ্ট করে বলেননি।

এর আগে একাধিক ভবিষ্যদ্বাণী তিনি মিলিয়ে দিয়েছেন বলে দাবি করেন তাঁর ভক্তরা। বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়া থেকে শুরু করে মধ্য এশিয়ায় আইসিস জঙ্গিদের বাড়বাড়ন্ত হওয়া, এসবই নাকি বলে গিয়েছিলেন ‘‌বাবা ভঙ্গা’‌।

Most Popular

TODAY'S TOP NEWS