বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক:আবার এক নতুন চমক দিলেন আমাদের সবার জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার(পাখি)। একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম শেয়ার করে ভক্তদের চমকে দেন জনপ্রিয় অভিনেত্রী পাখি।
এই ভিডিয়োর মাধ্যমে কীভাবে নিজেকে ‘ফিট’ রাখতে হয়, তারই আভাস দেয়। শারীরিক কসরত তো করছে তার সাথে হাসি মুখে ভিন্ন ভিন্ন পোজ দিতেও দেখা যায় মধুমিতাকে।এই ভিডিও তে মধুমিতা ডেনিম জিন্সে সঙ্গে টপ পরে ছিলেন। মধুমিতার ওই ভিডিয়ো দেখে তাঁর অনুরাগীরা তাকে বাহবা দিতে শুরু করেন।
মধুমিতার শরীর চর্চার যেন এক অভিনব কায়দা দেখেয়েছেন তাই তার প্রশংসা করেন,অনেকে কমেন্ট করেন সুন্দর বলে। আবার কেউ অভিনেত্রীর ভিডিয়োতে ভালবাসার রিয়েকট দিয়েছে।
তুমুল জনপ্রিয়তা পান মধুমিতা সরকার ‘কুসুম দোলায়’ ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পর। যদিও কুসুম দোলার পর তাঁকে এথনও পর্যন্ত অন্য সিরিয়ালে আর দেখা যায়নি। কিছুদিন আগে ‘লাভ আজ কাল পরশু’ নামে একটি ছবিতে দেখা যায় তাঁকে। পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি এই ছবিতে। মহালয়াতেও এবার দেখা যায় মধুমিতাকে সিতার ভূমিকায় দর্শকদের সামনে হাজির হন এই জনপ্রিয় অভিনেত্রী।