ছয় মাসের ব্যবধানে বর্ধমান স্টেশনে আরও একবার বিপর্যয়। রবিবার স্টেশনে বারান্দার সিলিং হটাৎ প্রাথমিক ভাবে অনুসন্ধানের জায়গার প্রবেশ পথে ভেঙে পড়ে। আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক।
প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে বর্ধমান স্টেশনে ঢুকছে পরিযায়ী শ্রমিকরা। স্টেশনের এই বারান্দায় অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে তাদের থাকার জন্য। পরিযায়ী শ্রমিকরা সেখানে রাত্রি কাটাচ্ছেন। এটি বোঝা যাচ্ছে যে ফলস সিলিংয়ের একটি অংশটি অনুসন্ধান কর্মস্থলের প্রবেশ পথে পড়েছিল। আহত হওয়া ছাড়াও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।পূর্ব রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিলিংয়ে অন্য কোনও জায়গার খতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা।
এই বছরের শুরুতে ৪ জানুয়ারি রাত ৮টা সবার হয়তো মনে আছে দেড়শো বছরে প্রাচীন বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়েছিল। দুর্ঘটনার মধ্যে একজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার চারদিকে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। রেলের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রশ্ন উঠতে থাকে। আরও একবার, একই ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। প্রতিমন্ত্রী ফিরহাদ হাকিম ক্যানন দেগে বলেছিলেন, “ফের ভাঙল বর্ধমান স্টেশন। রেল সাধারন মানুষকে নিয়ে কি ইয়ার্কি করছে।”