24 C
Kolkata
Wednesday, February 24, 2021
Home অন্যান্য পতিতালয়ের মাটি ছাড়া তৈরিই হয় না মা দুর্গা’র মূর্তি, কিন্তু কেন এমন...

পতিতালয়ের মাটি ছাড়া তৈরিই হয় না মা দুর্গা’র মূর্তি, কিন্তু কেন এমন নিয়ম?

পবিত্রতা, শুভ্রতার চিত্র মা দুর্গা,অথচ তথাকথিত আছে পতিতালয়ের অপবিত্র অঞ্চলের মাটি ছাড়া প্রতিমা তৈরি হয়না।এই বছর দুর্গা পুজো চলে যাওয়ার সাথে সাথেই পরের বছরের পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় । পুজোর কয়েক মাস আগে কুমারপাড়ায় ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে থাকে। শিল্পীর কাজ থেমে থাকে না।এইভাবে মৃন্ময়ীরূপে হতে জেগে উঠে ম্যা দুর্গা।

কিন্তু শাস্ত্র বলে সেই আদলকে ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস খুব প্রয়জন ৷ যেমন, গাভীর মূত্র, গোবর, ধানের শিস, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধপল্লীর মাটির মিশ্রণে তৈরি হবে দেবীমূর্তি ৷ আর এ কারণেই প্রাচীন কাল থেকে দেবী প্রতিমা তৈরির জন্য পতিতালয় মাটির প্রয়োজন এখনও তবে কেন এই এই রীতি? সমাজ যাঁদের দূরে ঠেলে দিয়েছে, অবজ্ঞা আর বঞ্চনার পাহাড় জমে উঠেছে যাদের ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া সমাজ তাদের কিছুই দেইনি । তাঁদের ঘরের মাটিই আবার দেবীমূর্তির অপরিহার্য অঙ্গ ৷ কিন্তু কেন? বলা হয়, পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন পতিতার সঙ্গে ঘনিষ্ঠ হয়, তখন তিনি জীবনে সঞ্চিত সমস্ত পুণ্য সেখানেই ফেলে আসেন ৷ আর সংগ্রহ করে নিয়ে আসে পাপ ৷তাই পতিতালয়ের মাটি খুব পুন্য বলে বিবেচিত।


প্রাচীন কালের লোকেরা বিশ্বাস করে যে মানুষের মধ্যে বাস করে বাসনা, কামনা, লালসা… পতিতারা নিয়ে নেই। তারা নিজেদেরকে অশুদ্ধ, অপবিত্র  করে সমাজকে পবিত্র রাখতে চায়।সেই কারনে কয়েক হাজার পুরুষের পুণ্যের কারণে পতিতাবৃত্তির ভূমি পবিত্র হয়ে গেছে, সুতরাং এই মাটি থেকে দেবদেবীদের মূর্তি তৈরি হয়। এটা থেকে বোঝা যায় মহিলারা মায়ের জাতি। পুরুষের জন্ম হয় নারীর গর্ভে। পুরুষ বেশ্যা করে মহিলাদের।পুরুষ ছাড়া কোনো নারী অপবিত্র হতে পারে না। মায়ের প্রতিমা তৈরীতে পতিতালয়ের মাটি দিতে হয় অর্থাৎ যাঁরা এই পরিস্থিতির শিকার তাঁদের সম্মান করতে হবে।এই রীতির আড়ালে লুকিয়ে রয়েছে নারী কোখনও অপবিত্র হতে পারে না৷ শরৎকালে হয় দেবীর অকাল বোধন ৷ এই সময় মহামায়া ৯টি রূপে পূজিত হন ৷ এই নবম রূপটিই আসলে পতিতালয়ের প্রতিনিধি ৷ মনে করা হয়, সে কারণেও এই রীতির জন্ম হয়েছে ৷

Most Popular

TODAY'S TOP NEWS