আমার পৃথিবী’। এবার শ্রাবন্তী চ্যাটার্জী এমন ক্যাপশন দিয়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিটির মধ্যে তাঁর স্বামী রওশন সিং এবং পুত্র অভিমন্যু চ্যাটার্জি দেখা যায়।দুজনকে শ্রাবন্তীর মিষ্টি গালে কিস করতে দেখা যায়।
শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম একটি নতুন ছবি শেয়ার করেছেন। সেই ছবিটিতে রোশন সিং এবং তাঁর ছেলে অভিমন্যুকে দেখা যায়। শ্রাবন্তীর চিত্রটি আসার অল্প সময়ের মধ্যে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।এইজন্য শ্রাবন্তীকে অনেকে কুসসিত মন্তব্য করেন।
এর আগেও কিছু নেটিজেনের কুৎসিত হামলার মুখোমুখি হতে হয়েছিল। এবার টালিউডের পছন্দের অভিনেত্রীকে ও তার স্বামী ও ছেলে সবাইকে কিছু নেটিজেনের কুৎসিত হামলার মুখোমুখি হতে হয়েছে। কেবল পুত্র এবং স্বামীকে উপহাস করার কারণে, অভিনেত্রীকেও বার বার আক্রমণ করা হয়ে থাকে । তা সত্ত্বেও, শ্রাবন্তী চ্যাটার্জি এতটাই ভালো যে প্রতেক বারের মতো এবারও নেটিজেনদের উপহাসের কারনে কোনও মন্তব্য করেননি।