18 C
Kolkata
Monday, January 25, 2021
Home খবর ছোট করেই হয়েছে পুজো ! গণপতি বাপ্পার বিসর্জনে সোনু সুদ ও তাঁর...

ছোট করেই হয়েছে পুজো ! গণপতি বাপ্পার বিসর্জনে সোনু সুদ ও তাঁর পরিবার ! দেখুন ছবি

সোনু সুদ নামটা আমাদের সকলের জানা। তিনি বলিউড ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি সকলের নায়ক। কয়েকদিন আগেই দেখি আসছি তার কৃতিত্ব যা সহজে ভোলার নয়।কিছুদিন আগেই ছিল গণেশ চতুর্থী আর এই গণপতি বাপ্পার পুজোয় মেতেছিলেন সোনু সুদ।তবে করোনার আবহের জন্য এবছর বেশ ছোট করেই তাঁকে পুজো করতে হয়েছে।

অতিথি হিসাবে কাউকে নিমন্ত্রণ করেনি।এ বছর পরিবারের সাথে মিলেই গণপতি বাপ্পার পুজোতে মাতলেন সনু সুদ।

দেশের এই কঠিন সময়ে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে দেশের মানুষের যেকোনও বিপদে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।তিনি লাখ লাখ মানুষের মনে যায়গা করে নিতে পেরেছে। পূজার কিছু ছবি দিয়েছি দেখে নিন।

ccd5ef4b 90e2 4a6c a0c1 db0a766107d5 1
download 7

Most Popular

TODAY'S TOP NEWS