পৃথিবীর সব মানুষ নিজের পছন্দ মতো জমি কিনে বেড়াচ্ছে।পছন্দের জমি খুঁজে পেতে লড়াই চালিয়ে যাচ্ছে। আজকাল তো আবার অনেক মানুষ সকে চাঁদে জমি কিনে রেখেছে।এবার পৃথিবী ছেড়ে ভিন গ্রহে জমি কিনে বসলেন শৌনক যা সবাই কে অবাক করল। শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাসের উক্তি “সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম”।
আসলে তিনি জমি কিনেছেন মঙ্গলে। কি হবে এই জমি যেখনে মানুষ যেতে পারে না সেই জমি কি হবে সবাই তো অবাক।এই দেখে সদ্য বিবাহিত শৌনকে অনেকেই আবার প্রশ্ন করছেন, বউ নিয়ে কি মঙ্গলেই সংসার পাতবেন?
বেসরকারি সংস্থায় কাজ করেন শৌনক।তিনি এক একর জমি কিনেছে মঙ্গলে মাত্র ৩ হাজার টাকা দিয়ে।জমির দলিলে মঙ্গলের ঠিক কোথায় তার জমি আছে, অক্ষাংশ-দ্রাঘিমাংশ মেপে সেই জমির যাবতীয় তত্ত্ব তাঁর হাতে এসে গিয়েছে। শৌনক অবশ্য বলছে, “বিজ্ঞান যে গতিতে এগোচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহেও মানুষ গিয়ে থাকতে পারেন।” প্রসঙ্গত শৌনক বলেন ইতিমধ্যেই নাসা রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে।