32 C
Kolkata
Wednesday, February 24, 2021
Home অফবিট ViralVideo| ৪ বছরের শিশুর দেশাত্ববোধক গানে মুগ্ধ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী৷

ViralVideo| ৪ বছরের শিশুর দেশাত্ববোধক গানে মুগ্ধ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী৷

বিশ্ব সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ৪ বছরের শিশু যে হয়তো ঠিক করে কথা বলতে পারেনি। সে দেশাত্মবোধক গান করে মুগ্ধ করেছেন দেশের প্রধানমন্ত্রীকে।এমনকি তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে খুদের গানের একটি ভিডিও শেয়ার করেছেন।কিছুদিন আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।তবে দেশের প্রধানমন্ত্রী এই ভিডিওটি শেয়ার করায় খুব সহজে ভিডিও ভাইরাল হয়ে যায়।

দেশের প্রতি ভালবাসার ছোট্ট মেয়েটির গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।৪ বছরের মেয়েটির বাড়ি মিজোরামে, মেয়ের নাম এসথার হনমতে (Esther Hnamte)। সে বান্দে মাতরম গানটি করেছিল সেই গানটি মিজোরামের মুখ্যমন্ত্রী প্রথম এই ভিডিওটি শেয়ার করেন । তারপর প্রধানমন্ত্রী ভিডিওটির প্রশংসা করেছিলেন এবং নিজের অ্যাকাউন্টে থেকে তিনি লিখেছেন যে এই মেয়ের গানটি অত্যন্ত নজিরবিহীন এবং প্রশংসনীয় এই মেয়েটির গানে তিনি গর্বিত।

Most Popular

TODAY'S TOP NEWS